হোম > সারা দেশ > দিনাজপুর

দিনাজপুরে নিহত মাইক্রোবাস-আরোহীদের সবাই সরকারি কর্মকর্তা

বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি 

দুর্ঘটনাকবলিত মাইক্রোবাস। ছবি: আজকের পত্রিকা

দিনাজপুরের বীরগঞ্জে ট্রাক-মাইক্রোবাস সংঘর্ষে নিহতদের সবাই সরকারি কর্মকর্তা। এ ঘটনায় আহত হয়েছেন পাঁচজন।

নিহতরা হলেন—মাইক্রোবাসের চালক আরিফুল ইসলাম মানিক, দিনাজপুর হিসাবরক্ষণ অফিসের ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গী উপজেলার জাওনিয়া গ্রামের দেলোয়ার হোসেন, পীরগঞ্জ হিসাবরক্ষণ অফিসের অডিটর রাণীশংকৈল উপজেলার হলদিবাড়ী গ্রামের ইমরুল হাসান, ঠাকুরগাঁও হিসাবরক্ষণ অফিসের জুলফিকার আলী ভুট্টু।

আজ সোমবার (১৯ মে) ভোর সাড়ে ৬টার দিকে এ ঘটনা ঘটে দিনাজপুর-ঠাকুরগাঁও মহাসড়কের দিনাজপুর জেলার বীরগঞ্জ উপজেলার সাতোর ইউনিয়নের বাবলু ফার্মের সামনে। দুর্ঘটনাকবলিত মাইক্রোবাসের যাত্রীরা সকলেই হিসাবরক্ষণ অফিসের বিভিন্ন স্থানের কর্মকর্তা। তাঁরা ট্রেনিংয়ের উদ্দেশে রংপুরে যাচ্ছিলেন।

বীরগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মোসলিম উদ্দিন বলেন, ‘সকাল ৬টা ৪৫ মিনিটে খবর পেয়ে আমরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে দুজনের মরদেহ পাই। আহতদের ঠাকুরগাঁও হাসপাতালে নেওয়ার পথে আরও দুজন মারা যায়। বাকিদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়।’

বীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চারজনের মৃত্যু নিশ্চিত করে জানান, সংবাদ পেয়ে পুলিশের একটি টিম তাৎক্ষণিক ঘটনাস্থলে উপস্থিত হয়ে স্থানীয়দের সহযোগিতায় আহতদের হাসপাতালে ভর্তি করায়।

আরও খবর পড়ুন:

প্রশ্নপত্র ফাঁসের শিক্ষক নিয়োগ পরীক্ষা বাতিল করে নতুন করে নিতে হবে: আখতার হোসেন

মানুষ মনে করে, ৫ আগস্টের আগের পুলিশ কেন গ্রেপ্তার করবে, কেন রাস্তা ছাড়তে বলবে—আইজিপির আক্ষেপ

কাউনিয়া স্বাস্থ্য কমপ্লেক্স: ওয়ার্ডে পানি সরবরাহ বন্ধ ভোগান্তিতে রোগী-স্বজন

শিক্ষক নিয়োগ পরীক্ষায় ‘প্রশ্নপত্র ফাঁস’: স্বেচ্ছাসেবক দল নেতাকে দল থেকে বহিষ্কার

শিক্ষক নিয়োগ পরীক্ষাকে কেন্দ্র করে জালিয়াতির ‘পরিকল্পনা’, ডিভাইসহ আটক ২

প্রশাসন একটা দলের পক্ষে ঝুঁকে পড়েছে, এটি অশনিসংকেত: আখতার হোসেন

গাইবান্ধায় ট্রাকের ধাক্কায় চালক ও হেলপার নিহত

ঠাকুরগাঁওয়ে দুই অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দিল প্রশাসন; আড়াই লাখ টাকা জরিমানা

পীরগঞ্জে উপজেলা প্রাণিসম্পদ দপ্তরে জাতীয় পতাকা উত্তোলন না করার অভিযোগ

ফুলবাড়ীতে অবৈধ বালু পরিবহনের দায়ে ট্রলিচালকের কারাদণ্ড