হোম > সারা দেশ > রংপুর

তারাগঞ্জে দুটি বাসের মুখোমুখি সংঘর্ষ: জোয়ানা পরিবহনের চালক গ্রেপ্তার

তারাগঞ্জ (রংপুর) প্রতিনিধি

রংপুরের তারাগঞ্জে দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে ৯ জন নিহতের ঘটনায় জোয়ানা পরিবহনের চালক দেলোয়ার হোসেনকে (৩২) গ্রেপ্তার করা হয়েছে। আজ শনিবার সকাল ১০টার দিকে তাঁকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। এর আগে গতকাল শুক্রবার সন্ধ্যায় উপজেলার ইকরচালী বাজার এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার দেলোয়ার হোসেন কিশোরগঞ্জ সদরের রঘুনন্দনপুরের বাসিন্দা।

তারাগঞ্জ হাইওয়ে থানা সূত্রে জানা গেছে, গত ৪ সেপ্টেম্বর রাত সাড়ে ১২টার দিকে রংপুর-দিনাজপুর মহাসড়কের ইকরচালী হাজীপাড়া খারুভাজ সেতুর কাছে ঢাকা থেকে ছেড়ে আসা সৈয়দপুরগামী নৈশকোচ জোয়ানা পরিবহন ও ঠাকুরগাঁও থেকে ছেড়ে আসা ঢাকাগামী ইসলাম পরিবহনের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ইসলাম পরিবহনের চালক শহিদুল ইসলামসহ ঘটনাস্থলে পাঁচজন ও হাসপাতালে নেওয়ার পর চারজনসহ মোট ৯ জন নিহত হন। গুরুতর আহত হন প্রায় ৫০ জন। ঘটনার পর থেকে পলাতক ছিলেন জোয়ানা পরিবহনের চালক দেলোয়ার হোসেন।

ঘটনার পরদিন তারাগঞ্জ হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) রেজাউল করিম বাদী হয়ে একটি দুর্ঘটনার মামলা দায়ের করেন। গোপন সংবাদের ভিত্তিতে গতকাল সন্ধ্যা ৬টার দিকে অভিযান চালিয়ে দেলোয়ার হোসেনকে তারাগঞ্জের ইকরচালী বাজার এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে। পরে আজ সকাল ১০টার দিকে তাঁকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়।

এ বিষয়ে তারাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মো. মোরশেদ বলেন, ‘তারাগঞ্জে দুটি বাসের মুখোমুখি সংঘর্ষের ঘটনায় ৯ জন নিহত ও অর্ধশতাধিক লোক আহত হয়েছেন। এ ঘটনায় দায়ের করা মামলায় জোয়ান পরিবহনের চালক দেলোয়ারকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।’

ফের ব্রাকসুর তফসিল পরিবর্তন, নির্বাচন ২৫ ফেব্রুয়ারি

প্রশ্নপত্র ফাঁসের শিক্ষক নিয়োগ পরীক্ষা বাতিল করে নতুন করে নিতে হবে: আখতার হোসেন

মানুষ মনে করে, ৫ আগস্টের আগের পুলিশ কেন গ্রেপ্তার করবে, কেন রাস্তা ছাড়তে বলবে—আইজিপির আক্ষেপ

কাউনিয়া স্বাস্থ্য কমপ্লেক্স: ওয়ার্ডে পানি সরবরাহ বন্ধ ভোগান্তিতে রোগী-স্বজন

শিক্ষক নিয়োগ পরীক্ষায় ‘প্রশ্নপত্র ফাঁস’: স্বেচ্ছাসেবক দল নেতাকে দল থেকে বহিষ্কার

শিক্ষক নিয়োগ পরীক্ষাকে কেন্দ্র করে জালিয়াতির ‘পরিকল্পনা’, ডিভাইসহ আটক ২

প্রশাসন একটা দলের পক্ষে ঝুঁকে পড়েছে, এটি অশনিসংকেত: আখতার হোসেন

গাইবান্ধায় ট্রাকের ধাক্কায় চালক ও হেলপার নিহত

ঠাকুরগাঁওয়ে দুই অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দিল প্রশাসন; আড়াই লাখ টাকা জরিমানা

পীরগঞ্জে উপজেলা প্রাণিসম্পদ দপ্তরে জাতীয় পতাকা উত্তোলন না করার অভিযোগ