হোম > সারা দেশ > রংপুর

গাইবান্ধায় স্ত্রীকে হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড

গাইবান্ধা প্রতিনিধি

দণ্ডপ্রাপ্ত নূর মোহাম্মদ ওরফে নয়ন। ছবি: আজকের পত্রিকা

গাইবান্ধায় স্ত্রীকে হত্যার দায়ে নূর মোহাম্মদ নয়ন নামের এক ব্যক্তির মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। এ ছাড়া ১ লাখ টাকা জরিমানা করা হয়।

আজ সোমবার (২০ জানুয়ারি) দুপুরে সিনিয়র জেলা ও দায়রা জজ আদালতের বিচারক এস এম নাসিম রেজা এ রায় দেন। রায় ঘোষণার সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন।

দণ্ডপ্রাপ্ত নূর মোহাম্মদ ওরফে নয়ন (২৯) সুন্দরগঞ্জ উপজেলার সোনারায় ইউনিয়নের পূর্ব সোনারায় গ্রামের আব্দুল মতিনের ছেলে। নিহত মৌমিতা আক্তার লতার (২৩) বাড়ি পার্শ্ববর্তী চাচীয়া মীরগঞ্জ গ্রামে।

মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০১৯ সালের জানুয়ারিতে নূর মোহাম্মদ নয়নের সঙ্গে মৌমিতা আক্তার লতার বিয়ে হয়। বিয়ের পর থেকেই যৌতুকের দাবিতে প্রায়ই মৌমিতাকে শারীরিক ও মানসিক নির্যাতন করতেন নূর মোহাম্মদ নয়ন। ২০১৯ সালের ২৩ সেপ্টেম্বর রাতে মৌমিতা আক্তার লতাকে মারধরের একপর্যায়ে শ্বাসরোধে হত্যা করা হয়। এ ঘটনায় মৌমিতা আক্তার লতার মা গোলেনুর বেগম বাদী হয়ে নূর মোহাম্মদ নয়নকে আসামি করে মামলা করেন।

বিষয়টি নিশ্চিত করে রাষ্ট্রপক্ষের আইনজীবী মাসুদার রহমান মাসুদ বলেন, গৃহবধূ মৌমিতা হত্যা মামলায় আদালতে দীর্ঘ সাক্ষ্যপ্রমাণ ও বিচারকার্য শেষে আসামিকে মৃত্যুদণ্ডের পাশাপাশি ১ লাখ টাকা জরিমানার আদেশ দিয়েছেন। আদালতের রায়ে সন্তোষ প্রকাশ করেন তিনি।

রংপুরে কারাবন্দীকে নিয়ে প্রতারণা, গ্রাম পুলিশকে জরিমানা

রংপুরে অজ্ঞাতনামা নারীর বস্তাবন্দী লাশ উদ্ধার

রান্নার চাল ধোয়ার জন্য নলকূপের পাড়ে গৃহবধূ, মিলল গলাকাটা মরদেহ

দিনে রোদের ছোঁয়া, রাত হলেই বাড়ে শীত—তেঁতুলিয়ায় তাপমাত্রা ৭.৫

ঠান্ডাজনিত রোগে মারা গেল ১৪৯৫ ছাগল

পাঁচবার তফসিল পরিবর্তন, বেরোবিতে নির্বাচন না হলে কেন নাটক: ছাত্রশিবির

ব্রাকসুর সকল কার্যক্রম স্থগিত

ফের ব্রাকসুর তফসিল পরিবর্তন, নির্বাচন ২৫ ফেব্রুয়ারি

প্রশ্নপত্র ফাঁসের শিক্ষক নিয়োগ পরীক্ষা বাতিল করে নতুন করে নিতে হবে: আখতার হোসেন

মানুষ মনে করে, ৫ আগস্টের আগের পুলিশ কেন গ্রেপ্তার করবে, কেন রাস্তা ছাড়তে বলবে—আইজিপির আক্ষেপ