হোম > সারা দেশ > নীলফামারী

সেই আওয়ামী লীগ নেতার ওপর এবার দুর্বৃত্তের হামলা

কিশোরগঞ্জ (নীলফামারী) প্রতিনিধি 

হামলার শিকার রাশেদুর রহমান রাশেদ। ছবি: সংগৃহীত

নীলফামারীর কিশোরগঞ্জে বিদ্যালয়ের সীমানা দেয়ালের ইট চুরি করতে গিয়ে ধরা পড়ার এক দিন পর রাশেদুর রহমান রাশেদ নামের সেই আওয়ামী লীগ নেতা দুর্বৃত্তের হামলার শিকার হয়েছেন। গতকাল বৃহস্পতিবার রাতে উপজেলা শহরের মুন্সিপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

রাশেদুর রহমান রাশেদ কিশোরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ পদে রয়েছেন। তিনি কিশোরীগঞ্জ সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের অফিস সহকারী হিসেবে কর্মরত।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, গতকাল রাত ৮টার দিকে বাড়ি থেকে মোটরসাইকেলে উপজেলা শহরের দিকে যাচ্ছিলেন রাশেদ। মুন্সিপাড়া এলাকায় পৌঁছালে কয়েকজন যুবক হামলা চালান। তাতে তিনি মাটিতে লুটিয়ে পড়লে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে প্রাথমিক চিকিৎসা দিয়ে তাঁকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

এ বিষয়ে জানতে চাইলে কিশোরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘বিষয়টি আমার জানা নেই। কেউ এ বিষয়ে অভিযোগ করলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

এর আগে গত বুধবার দুপুরে কিশোরীগঞ্জ সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের সীমানা দেয়ালের ইট গাড়িতে করে নিয়ে যাওয়ার সময় আওয়ামী লীগ নেতা রাশেদকে আটক করে স্থানীয়রা। পরে কৌশলে সেখান থেকে সটকে পড়েন তিনি।

পীরগঞ্জে ধানখেত থেকে অটোভ্যানচালকের মরদেহ উদ্ধার

হাদির ওপর গুলির প্রতিবাদে গাইবান্ধায় বিএনপির বিক্ষোভ

নীলফামারীতে ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু

৮ হাজার টাকা চুরি করতেই সস্ত্রীক মুক্তিযোদ্ধাকে হত্যা: পুলিশ

রংপুরে মুক্তিযোদ্ধা ও তাঁর স্ত্রীকে হত্যার ঘটনায় টাইলসমিস্ত্রি গ্রেপ্তার

সারের দাবিতে কৃষকদের মহাসড়ক অবরোধ

অবৈধভাবে বালু উত্তোলন বন্ধের দাবি

রংপুরে মুক্তিযোদ্ধা ও তাঁর স্ত্রীকে হত্যার প্রতিবাদে মানববন্ধন

রংপুর বিভাগীয় ইজতেমার প্রথম দিনেই দুই মুসল্লির মৃত্যু

অবৈধ ইটভাটায় পরিবেশ অধিদপ্তরের অভিযান, ২ লাখ টাকা জরিমানা