হোম > সারা দেশ > গাইবান্ধা

নৌকার মনোনয়ন বঞ্চিত প্রার্থীর বিরুদ্ধে স্বাক্ষর জালিয়াতির অভিযোগ 

সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি

আওয়ামী লীগের মনোনয়ন না পাওয়ায় নেতা-কর্মীদের সীল, স্বাক্ষর জাল করে নৌকার মনোনীত প্রার্থী রেজাউল আলমের বিরুদ্ধে মনোনয়ন বোর্ডে মিথ্যে অভিযোগ দায়ের করার অভিযোগ উঠেছে। উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক কমিটির সদস্য ও বর্তমান চেয়ারম্যান গোলাম কবির মুকুলের বিরুদ্ধে এই অভিযোগ তোলা হয়েছে। এ নিয়ে আজ রাত ৯টার দিকে জরুরি সংবাদ সম্মেলন করেছে আওয়ামী লীগ নেতা কর্মীরা। 

সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয়, গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার দহবন্দ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি-সাধারণ সম্পাদকসহ ২০ জন নেতা কর্মীর সিল ও স্বাক্ষর জালিয়াতির করে মিথ্যা অভিযোগ দাখিল করেছে গোলাম কবির মুকুল। 

সংবাদ সম্মেলনে ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আশেক আলী জিকু অভিযোগ করে বলেন, ইউনিয়ন আওয়ামীলীগের কমিটি তৃণমুল নেতাকর্মীদের সর্মথন নিয়ে উপজেলা আওয়ামীলীগের যুগ্ম আহ্বায়ক রেজাউল আলম রেজাকে মনোনীত করে নৌকা প্রতিকের জন্য সুপারিশ করে উপজেলা, জেলা ও কেন্দ্রীয় কমিটির কাছে পাঠায়। এতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা রেজাকে নৌকা প্রতিক প্রদান করেন। কিন্তু ইউপি চেয়ারম্যান গোলাম কবির মকুল মনোনয়ন বঞ্ছিত হয়ে দলীয় মনোনয়ন প্রাপ্ত প্রার্থীর বিরুদ্ধে কেন্দ্রীয় কমিটির কাছে মিথ্যা অভিযোগ দাখিল করেছেন। এতে ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ওয়ার্ড পর্যায়ের ২০ জন নেতাকর্মীর ভুয়া সিল তৈরি করে স্বাক্ষর জালিয়াতি করেছেন। এমনকি ইউনিয়ন কমিটির নামে ভুয়া রেজুলেশন তৈরি করে বর্তমান প্রার্থীর মনোনয়ন বাতিল করে নিজে নৌকা প্রতিক পাওয়ার ষড়যন্ত্র করছেন। এতে ইউনিয়ন আওয়ামীলীগের নেতাকর্মীরা বিব্রত। আমরা গোলাম কবির মুকুলের এমন মিথ্যা ষড়যন্ত্রের তিব্র প্রতিবাদ ও নিন্দা জানাচ্ছি। সেই সঙ্গে দহবন্দ ইউনিয়ন আওয়ামীলীগের প্রার্থী রেজাকে বহাল রাখার দাবি তৃণমুল নেতাকর্মীদের। 

এসময় উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক বিশ্বজিৎ বর্মন, সাবেক সাধারণ সম্পাদক গোলজার হোসেন, আওয়ামী লীগ নেতা এটিএম মাসুদ-উল ইসলাম চঞ্চল, গোলাম মর্তুজা টুকু, 
ওয়ার্ড সভাপতি মিলন চন্দ্র সরকার, রবিউল ইসলাম রাজু, নয়া মিয়া, আব্দুস সাত্তার প্রমূখ।

তারেক রহমানের কাছে যা চাইলেন আবু সাঈদের বাবা

শহীদ আবু সাঈদের কবর জিয়ারত করলেন তারেক রহমান

মঞ্চ প্রস্তুত, দলে দলে আসছেন বিএনপির নেতা-কর্মীরা

লাঙ্গল-নৌকার আসনে ধানের শীষ-দাঁড়িপাল্লার লড়াই

কাউনিয়ায় ‘ভুয়া মামলায়’ ঋণগ্রহীতাকে হয়রানির অভিযোগ

আমি ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের শিকার—বললেন জাপা প্রার্থী

রংপুরে হত্যার মামলায় ৪ আসামির যাবজ্জীবন

নির্বাচনকে ঘিরে দেশে দুটি পক্ষ হয়েছে, একটি সংস্কারের পক্ষে আরেকটি বিপক্ষে: আখতার হোসেন

গণপিটুনিতে নিহত রূপলালের স্ত্রী ও ছেলেকে আসামিদের হুমকি, থানায় অভিযোগ

রূপলাল-প্রদীপ লাল হত্যার মূল পরিকল্পনাকারী গ্রেপ্তার