হোম > সারা দেশ > লালমনিরহাট

হাতীবান্ধা স্বেচ্ছাসেবক লীগের সভাপতির বিরুদ্ধে ব্যাংক কর্মকর্তাকে মারধরের অভিযোগ

হাতীবান্ধা (লালমনিরহাট) প্রতিনিধি

লালমনিরহাটের হাতীবান্ধায় ব্যাংক কর্মকর্তাকে মারধরের অভিযোগ উঠেছে স্বেচ্ছাসেবক লীগের নেতার বিরুদ্ধে। ঋণ পরিশোধ করতে বলায় লোকজনদের ডেকে এনে তিনি এই মারধর করেন বলে অভিযোগ ওঠে। মারধরের বিষয়টি ধামাচাপা দিতে ও আপস মীমাংসা করার জন্য ভুক্তভোগীকে নানা ধরনের হুমকি দেওয়া হচ্ছে বলে জানান ভুক্তভোগী। 

আজ সোমবার সকালে পাঁচজনের বিরুদ্ধে হাতীবান্ধায় থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী আদম মালিক নিস্তার। এর আগে গতকাল রোববার অফিস চলাকালীন হাতীবান্ধা কর্মসংস্থান ব্যাংকে এই মারধরের ঘটনা ঘটে। 

অভিযুক্ত স্বেচ্ছাসেবক লীগের নেতার নাম জর্জিস আলম দরদী। তিনি হাতীবান্ধা উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি। ভুক্তভোগী ব্যাংক কর্মকর্তা আদম মালিক নিস্তার কর্মসংস্থান ব্যাংক হাতীবান্ধা শাখার ম্যানেজার। 

জানা গেছে, ২০১৫ সালে কর্মসংস্থান ব্যাংক থেকে ৯৫ হাজার টাকা ঋণ নেন জর্জিস আলম। এরপর সেই টাকা পরিশোধ নিয়ে তাল বাহানা শুরু করেন তিনি। বর্তমানে ব্যাংক তাঁর নিকট ১ লাখ ৫৪ হাজার টাকা পাবে। ঋণ পরিশোধ করার জন্য জর্জিসকে অবগত করে ব্যাংক কর্তৃপক্ষ। গত বৃহস্পতিবার ঋণ পরিশোধের টাকা নিয়ে ব্যাংক ম্যানেজারের সঙ্গে তাঁর বাগ্‌বিতণ্ডা হয়। এরেই জেরে গতকাল রোববার ব্যাংক ম্যানেজার আদম মালিক নিস্তার ও সহকারী ম্যানেজার শাহ আলমকে চড়-থাপ্পড় দিয়ে মারধর করেন জর্জিস আলম দরদী ও তাঁর লোকজন। 

এ বিষয়ে হাতীবান্ধা কর্মসংস্থান ব্যাংকের সহকারী ম্যানেজার শাহ আলম বলেন, ‘ঋণ পরিশোধ করতে বলায় জর্জিস আলম ও তার লোক আমাদেরকে মারধর করেছে। তাঁর লোক রব্বানী আমাকে চড় দিয়েছেন। থানায় অভিযোগ করা হয়েছে।’     

এ বিষয়ে ভুক্তভোগী ব্যাংক কর্মকর্তা আদম মালিক নিস্তার কাছে জানতে চাইলে তিনি কান্নায় ভেঙে পড়েন। এ সময় কান্নাজড়িত কণ্ঠে তিনি বলেন, ‘ঋণ পরিশোধ করতে বলায় জর্জিস আলমের লোক রব্বানী আমাকে চড় দিয়েছেন। কানে প্রচণ্ড ব্যথা হচ্ছে ও কথা শুনতে সমস্যা হচ্ছে। বিষয়টি নিয়ে কোনো বাড়াবাড়ি করতে চাই না, কারণ তারা আপস মীমাংসা করার জন্য আমাকে বিভিন্নভাবে হুমকি দিচ্ছেন। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে থানায় লিখিত অভিযোগ করা হয়েছে।’ 

এ বিষয়ে হাতীবান্ধা উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি অভিযুক্ত জর্জিস আলম দরদী বলেন, ‘ব্যাংকের লোকজন টাকার জন্য আমাকে ২ ঘণ্টা আটকে রাখে। আমি তাঁদের বিরুদ্ধে লিখিত অভিযোগ করব। আর তাই সেই ঘটনাটিকে ধামাচাপা দিতে তাঁরা মারধরের মিথ্যা নাটক সাজিয়েছেন।’ 

এ বিষয়ে হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এরশাদুল আলম বলেন, এ ঘটনায় ভুক্তভোগী লিখিত অভিযোগ করেছেন। অভিযোগটি নথিভুক্ত করা হয়েছে। আসামিদের আটকের চেষ্টা চলছে। মামলার স্বার্থে অভিযুক্তদের নাম বলা যাচ্ছে না। 

পীরগঞ্জে তাল, খেজুরসহ বিভিন্ন গাছের মাথা কেটে দিলেন পল্লী বিদ্যুতের কর্মীরা

কোরআন-সুন্নাহবিরোধী আইন করতে দেব না, এটা আমাদের অঙ্গীকার: মির্জা ফখরুল

তীব্র শীতে কাঁপছে মানুষ গুদামে তালাবদ্ধ কম্বল

ভূরুঙ্গামারীতে বাস-মোটরসাইকেল সংঘর্ষ, যুবক নিহত

ফুলবাড়ীতে আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

পঞ্চগড়ে চার দিন ধরে ঘন কুয়াশা ও কনকনে শীত

ফুলবাড়ীতে ট্রলির চাপায় সহযোগী নিহত

কাউনিয়ায় কিশোরীকে ধর্ষণচেষ্টা, যুবক গ্রেপ্তার

বিশেষ ট্রেনের দাবিতে বিএনপি নেতা-কর্মীদের রেলপথ অবরোধ, ছেড়ে যায়নি লালমনি এক্সপ্রেস

কাউনিয়ায় মহাসড়কে ঝরল দুই কৃষকের প্রাণ