হোম > সারা দেশ > রংপুর

সৈয়দপুরের পৌর মেয়র রাফিকার অপসারণ দাবি ১৪ কাউন্সিলরের

সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি

নৈতিক স্খলন, দুর্নীতি ও অদক্ষতার অভিযোগ উঠেছে নীলফামারীর সৈয়দপুর পৌরসভার মেয়র রাফিকা আকতার জাহান বেবীর বিরুদ্ধে। এসব অভিযোগ তুলে তাঁকে অপসারণের জন্য স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রী বরাবর আবেদন করেছেন স্থানীয় কাউন্সিলররা।

অপসারণের আবেদনপত্র গতকাল বুধবার নীলফামারী জেলা প্রশাসক ও রংপুর বিভাগীয় কমিশনারের কার্যালয়ে গিয়ে জমা দেওয়া হয়। আবেদনপত্রে প্যানেল মেয়রসহ ১৪ জন কাউন্সিলর স্বাক্ষর করেন।

লিখিত ওই আবেদনে জানানো হয়, নির্বাচিত হওয়ার পর থেকেই মেয়র রাফিকার ঔদ্ধত্যপূর্ণ ও বেলেল্লাপনা আচরণে পৌরবাসী ক্ষুব্ধ। ২০২৩ সালে তাঁর একটি অশ্লীল ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়। ওই সময় মেয়র চারজন কাউন্সিলর নিয়ে সংবাদ সম্মেলন করে সেই ভিডিওকে সুপার এডিট বলে দাবি করেন। কিন্তু এক বছর না ঘুরতেই তাঁর আরও একটি অশ্লীল ভিডিও গত সপ্তাহে ভাইরাল হয়। এতে পৌরবাসীর মধ্যে বিভিন্ন প্রতিক্রিয়া দেখা দিয়েছে।

আবেদনে আরও বলা হয়েছে, মেয়র রাফিকা চারজন ব্যক্তিগত সহকারী ও ১৫ জন গৃহকর্মীকে নিয়োগ দিয়ে তাঁদের বেতনের টাকা নিজেই উত্তোলন করে আত্মসাৎ করছেন। পৌর সুপার মার্কেটে দোকান বরাদ্দ, পৌরসভার গাড়ি ব্যক্তিগত কাজে ব্যবহারসহ বিভিন্ন আর্থিক দুর্নীতি করেছেন। এ ছাড়া পৌরসভার প্রতিটি রাস্তাঘাটের বেহাল অবস্থা হওয়ায় সংস্কারে কোনো উদ্যোগ নেই, উল্টো পৌরসভার বিভিন্ন ফান্ডের টাকা আত্মসাৎ করছেন।

পৌরসভার ১৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর জোবাইদুর রহমান শাহিন মেয়রকে অপসারণ করার আবেদনের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘এর আগে ২০২৩ সালে কুরুচিপূর্ণ ভিডিও ক্লিপ, স্বেচ্ছাচারিতা, পৌরসভা পরিচালনায় দুর্নীতির বিষয়ে পৌর পরিষদে মিটিংয় করা হলে এ ধরনের কাজ করবেন না বলে প্রতিশ্রুতি দেন। কিন্তু সেই প্রতিশ্রুতি তো রাখেননি বরং আরও বেপরোয়া হয়েছেন তিনি। তাই আমরা তার অপসারণ চেয়ে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রী বরাবর আবেদন করেছি।’

এ বিষয়ে জানতে পৌর মেয়র রাফিকা আকতার জাহানের মোবাইল ফোনে একাধিকবার কল করা হয়। তিনি কোনো মন্তব্য করেননি।

তারেক রহমানের কাছে যা চাইলেন আবু সাঈদের বাবা

শহীদ আবু সাঈদের কবর জিয়ারত করলেন তারেক রহমান

মঞ্চ প্রস্তুত, দলে দলে আসছেন বিএনপির নেতা-কর্মীরা

লাঙ্গল-নৌকার আসনে ধানের শীষ-দাঁড়িপাল্লার লড়াই

কাউনিয়ায় ‘ভুয়া মামলায়’ ঋণগ্রহীতাকে হয়রানির অভিযোগ

আমি ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের শিকার—বললেন জাপা প্রার্থী

রংপুরে হত্যার মামলায় ৪ আসামির যাবজ্জীবন

নির্বাচনকে ঘিরে দেশে দুটি পক্ষ হয়েছে, একটি সংস্কারের পক্ষে আরেকটি বিপক্ষে: আখতার হোসেন

গণপিটুনিতে নিহত রূপলালের স্ত্রী ও ছেলেকে আসামিদের হুমকি, থানায় অভিযোগ

রূপলাল-প্রদীপ লাল হত্যার মূল পরিকল্পনাকারী গ্রেপ্তার