হোম > সারা দেশ > গাইবান্ধা

‘ফিল্মি স্টাইলে’ বাড়ি থেকে তুলে নেওয়া নারী শিক্ষার্থী উদ্ধার, গ্রেপ্তার ১

গাইবান্ধা প্রতিনিধি

বাড়িতে ঢুকে হামলা করে ওই শিক্ষার্থীকে তুলে নেওয়া হয়। ছবি: ভিডিও থেকে নেওয়া

গাইবান্ধার গোবিন্দগঞ্জে বাড়িতে হামলা করে এক এসএসসি পরীক্ষার্থীকে তুলে নেওয়ার ঘটনা ঘটেছে। গতকাল মঙ্গলবার দুপুরে উপজেলার কামারদহ ইউনিয়নের ব্যাপারিপাড়ায় এ ঘটনা ঘটে। পরে ওই শিক্ষার্থীকে উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় মেসকাত হাসান সঞ্চয় নামের এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বুলবুল ইসলাম

জানা গেছে, গতকাল মঙ্গলবার বিকেলে উপজেলার কামারদহ ফেলুপাড়া গ্রামের একটি বাড়ি থেকে ওই শিক্ষার্থীকে উদ্ধার করা হয়। বাড়িটির মালিক চাঁন মিয়া গ্রেপ্তার সঞ্চয়ের আত্মীয়।

এর আগে এ ঘটনার একটি ভিডিও সামাজিকমাধ্যমে ছড়িয়ে পড়ে। তাতে দেখা যায়, ২০-২২ জন যুবক একটি বাড়িতে হামলা করছেন। তাঁদের হাতে দেশি অস্ত্র ও লাঠি। বাড়ির জানালা ও গেটে আঘাত করছেন তাঁরা। এরপর বাড়ির ভেতরে কয়েকজন যুবক প্রবেশ করেন। কিছুক্ষণ পর বাড়ির ভেতর থেকে এক নারী শিক্ষার্থীকে টেনেহিঁচড়ে বের করেন। স্থানীয় লোকজন তাঁদের আটকের চেষ্টা করেও ব্যর্থ হন।

আজ বুধবার বিকেলে ওসি বুলবুল ইসলাম বলেন, শিক্ষার্থীকে তুলে নেওয়ার ঘটনায় এক যুবককে আটক করা হয়েছে। এ ঘটনায় মেয়েটির বাবা বাদী হয়ে ১৪ জনের নাম উল্লেখ করে থানায় একটি মামলা করেছেন। মেয়েটির শারীরিক পরীক্ষা করার জন্য রাজশাহীতে পাঠানো হয়েছে। আসামিদের দ্রুত গ্রেপ্তারের জন্য অভিযান অব্যাহত রয়েছে।

তারেক রহমানের কাছে যা চাইলেন আবু সাঈদের বাবা

শহীদ আবু সাঈদের কবর জিয়ারত করলেন তারেক রহমান

মঞ্চ প্রস্তুত, দলে দলে আসছেন বিএনপির নেতা-কর্মীরা

লাঙ্গল-নৌকার আসনে ধানের শীষ-দাঁড়িপাল্লার লড়াই

কাউনিয়ায় ‘ভুয়া মামলায়’ ঋণগ্রহীতাকে হয়রানির অভিযোগ

আমি ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের শিকার—বললেন জাপা প্রার্থী

রংপুরে হত্যার মামলায় ৪ আসামির যাবজ্জীবন

নির্বাচনকে ঘিরে দেশে দুটি পক্ষ হয়েছে, একটি সংস্কারের পক্ষে আরেকটি বিপক্ষে: আখতার হোসেন

গণপিটুনিতে নিহত রূপলালের স্ত্রী ও ছেলেকে আসামিদের হুমকি, থানায় অভিযোগ

রূপলাল-প্রদীপ লাল হত্যার মূল পরিকল্পনাকারী গ্রেপ্তার