হোম > সারা দেশ > নীলফামারী

বিনা নোটিশে ৪ কর্মচারীকে চাকরিচ্যুত, ক্লিনিকে তালা লাগিয়ে প্রতিবাদ 

সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি

নীলফামারীর সৈয়দপুরে সূর্যের হাসি ক্লিনিকের ৪ কর্মচারীকে বিনা নোটিশে চাকরিচ্যুত করার অভিযোগ উঠেছে। আজ রোববার সকালে তাঁরা অফিসে গেলে তাঁদের অফিস থেকে বের হরে দেওয়া হয়। এতে ঊর্ধ্বতন কর্মকর্তাকে অবরুদ্ধ করেন চাকরিচ্যুত কর্মচারী ও তাঁদের স্বজনরা। 

জানা গেছে, উম্মে কুলসুম পারভীন, মোছা. শিউলি, শামসুর রহমান ও কামরুন্নেসা নামের চারজন কর্মচারী ভিন্ন ভিন্ন পদে দীর্ঘদিন ধরে ওই ক্লিনিকে কর্মরত। প্রতিদিনের মতো ওই দিন কর্মস্থলে হাজির হলে তাঁদের চাকরি নেই বলে বের করে দেওয়া হয়। এর প্রতিবাদে ভুক্তভোগীরাসহ তাঁদের আত্মীয়-স্বজন একত্রিত হয়ে ব্যবস্থাপককে অবরুদ্ধ করে রাখেন। তাঁরা ক্লিনিকের প্রধান গেটে তালা লাগিয়ে দেন। এতে সেবা নিতে আসা অনেক রোগী ও তাঁদের স্বজনদের ফিরে যেতে হয়। 

ভুক্তভোগী কর্মচারী উম্মে কুলসুম পারভিন বলেন, ‘আমি দীর্ঘ ১৮ বছর ধরে এখানে আয়া পদে কর্মরত ছিলাম। এখন এই বয়সে কোথায় যাব। কে চাকরি দেবে? আমার অসুস্থ স্বামী অসুস্থ। সাত মেয়ের মধ্যে তিন মেয়েকে বিয়ে দিয়েছি। বাকি ৪ জন পড়ালেখা করছে। চাকরি না থাকলে তাঁদের খাওয়া ও পড়ালেখার খরচ কীভাবে চালাব?’ 

শিউলি বেগম নামে আয়া পদের অন্য এক কর্মচারী বলেন, ‘এখানে চাকরির প্রথম দিন থেকে যখন যা বলেছে তাই করেছি। আর আজ এসেই বলে চাকরি নেই। আমরা কোথায় যাব।’ 

তাঁদের ৪ জনের অভিযোগ, বিনা কারণে তাঁদের ছাঁটাই করেছে কর্তৃপক্ষ। পছন্দমতো লোকদের চাকরিতে বহাল রাখতে ও নিয়োগ দেওয়ার একটা কৌশল অবলম্বন করেছে ক্লিনিকটি। 

এ ব্যাপারে সূর্যের হাসি ক্লিনিকের সৈয়দপুর শাখার ব্যবস্থাপক সাজেদুর রহমান বলেন, ‘চুক্তির মেয়াদ শেষ হওয়ায় তাদের অব্যাহতি দিয়েছে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ। তাই তাদের অফিসে আসতে নিষেধ করা হয়েছে। এ ক্ষেত্রে আমার কিছু করার নেই। অব্যাহতির পূর্বে তাঁদের দুই মাসের বেসিক স্যালারি প্রদান করা হয়েছে।’

পাঁচবার তফসিল পরিবর্তন, বেরোবিতে নির্বাচন না হলে কেন নাটক: ছাত্রশিবির

ব্রাকসুর সকল কার্যক্রম স্থগিত

ফের ব্রাকসুর তফসিল পরিবর্তন, নির্বাচন ২৫ ফেব্রুয়ারি

প্রশ্নপত্র ফাঁসের শিক্ষক নিয়োগ পরীক্ষা বাতিল করে নতুন করে নিতে হবে: আখতার হোসেন

মানুষ মনে করে, ৫ আগস্টের আগের পুলিশ কেন গ্রেপ্তার করবে, কেন রাস্তা ছাড়তে বলবে—আইজিপির আক্ষেপ

কাউনিয়া স্বাস্থ্য কমপ্লেক্স: ওয়ার্ডে পানি সরবরাহ বন্ধ ভোগান্তিতে রোগী-স্বজন

শিক্ষক নিয়োগ পরীক্ষায় ‘প্রশ্নপত্র ফাঁস’: স্বেচ্ছাসেবক দল নেতাকে দল থেকে বহিষ্কার

শিক্ষক নিয়োগ পরীক্ষাকে কেন্দ্র করে জালিয়াতির ‘পরিকল্পনা’, ডিভাইসহ আটক ২

প্রশাসন একটা দলের পক্ষে ঝুঁকে পড়েছে, এটি অশনিসংকেত: আখতার হোসেন

গাইবান্ধায় ট্রাকের ধাক্কায় চালক ও হেলপার নিহত