দিনাজপুরের নবাবগঞ্জে ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে বিদ্যুতের খুঁটির সঙ্গে ধাক্কা দিলে আবু তাহের (৬০) নামে এক ব্যক্তি নিহত হন।
আজ শনিবার বেলা একটার দিকে উপজেলার ভাগলপুর বাজার এলাকায় ফুলবাড়ী-মিঠাপুকুর মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। আবু তাহেরের বাড়ি ফুলবাড়ী উপজেলার জানিপুর গ্রামে।
বিষয়টি নিশ্চিত করে নবাবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফেরদৌস ওয়াহিদ আজকের পত্রিকাকে বলেন, নিহত ব্যক্তির পরিবারের অভিযোগ পরিপ্রেক্ষিতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
নবাবগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) বিভূতি ভূষণ আজকের পত্রিকাকে বলেন, দুপুরে বাড়ির আসবাব বহনকারী একটি ট্রাক রংপুর থেকে বিরামপুরের উদ্দেশে যাওয়ার পথে নিয়ন্ত্রণ হারিয়ে বিদ্যুতের খুঁটিতে ধাক্কা দেয়। এতে ট্রাকের আরোহী এক ব্যক্তি ঘটনাস্থলেই নিহত হন। এ ছাড়া ট্রাকের চালক, সহকারীসহ সাতজন আহত হন। আশঙ্কাজনক অবস্থায় তাঁদের উদ্ধার করে ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।