হোম > সারা দেশ > রংপুর

পীরগাছায় জমি দখল নিয়ে দ্বন্দ্বে একজনকে পিটিয়ে হত্যা, আটক ২

পীরগাছা (রংপুর) প্রতিনিধি

রংপুরের পীরগাছায় গভীর রাতে জমি দখলকে কেন্দ্র করে প্রতিপক্ষের মারধরে এক ব্যক্তি নিহত হয়েছেন। আজ সোমবার সকালে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ দুজনকে আটক করেছে। গতকাল রোববার দিবাগত রাত ২টার দিকে উপজেলার পারুল ইউনিয়নের দেউতি বাজার সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। 

নিহতের নাম—মো. আবু তাহের (৪৩)। তিনি পার্শ্ববর্তী নাগদহ গ্রামের মৃত আয়নাল হকের ছেলে। তাহের স্থানীয় বড় দরগাহ বাজারে একটি মিলে কাজ করতেন। 

আটককৃতরা হলেন—আবুল কাশেম (৩০) ও মহসিন আলী (৩২)। 

নিহতের পরিবার ও স্থানীয়রা বলছে, দেউতি বাজার সংলগ্ন এলাকায় ৩৭ শতাংশ জমি নিয়ে ওই গ্রামের লুৎফর রহমানের ছেলে কাদের ও নুর হোসেনের সঙ্গে তাঁর জ্যাঠাতো ভাইদের দ্বন্দ্ব চলে আসছিল। ওই ঘটনায় গত ১১ অক্টোবর দুই পক্ষের মধ্যে মারামারি হয়। ওই জমি নিয়ে একাধিক মামলা ও এলাকায় একাধিকবার সালিস বৈঠক করেও কোনো সমাধান হয়নি। 

গতকাল রোববার রাত ২টার দিকে ৩০-৩৫ জনের একটি দল ধারালো অস্ত্র ও লাঠিসোঁটা নিয়ে বিবাদপূর্ণ ওই জমি দখল করতে গেলে প্রতিপক্ষের লোকজন আবু তাহের নামের ওই ব্যক্তিকে পিটিয়ে আহত করে। পরে তাঁকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে, চিকিৎসকেরা মৃত ঘোষণা করেন। 

নিহতের ছেলে রাসেল মিয়া আজকের পত্রিকাকে বলেন, ‘আমার বাবাকে রাতে নানার বাড়িতে দাওয়াত দিয়েছিলেন মামা। সেই দাওয়াত খেতে এসেছিলেন বাবা। উনি তো কারও সঙ্গে মারামারি করেননি। তাঁকে বাড়ি থেকে টেনে নিয়ে মেরে ফেলা হয়েছে। আমি আমার বাবা হত্যার বিচার চাই।’ 

এ বিষয়ে সহকারী পুলিশ সুপার (সি-সার্কেল) নজরুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তিনি জানান, নিহতের মরদেহ রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। জিজ্ঞাসাবাদের জন্য আবুল কাশেম ও মহসিন আলী নামে দুজনকে আটক করা হয়েছে। এ বিষয়ে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

রংপুরে অজ্ঞাতনামা নারীর বস্তাবন্দী লাশ উদ্ধার

রান্নার চাল ধোয়ার জন্য নলকূপের পাড়ে গৃহবধূ, মিলল গলাকাটা মরদেহ

দিনে রোদের ছোঁয়া, রাত হলেই বাড়ে শীত—তেঁতুলিয়ায় তাপমাত্রা ৭.৫

ঠান্ডাজনিত রোগে মারা গেল ১৪৯৫ ছাগল

পাঁচবার তফসিল পরিবর্তন, বেরোবিতে নির্বাচন না হলে কেন নাটক: ছাত্রশিবির

ব্রাকসুর সকল কার্যক্রম স্থগিত

ফের ব্রাকসুর তফসিল পরিবর্তন, নির্বাচন ২৫ ফেব্রুয়ারি

প্রশ্নপত্র ফাঁসের শিক্ষক নিয়োগ পরীক্ষা বাতিল করে নতুন করে নিতে হবে: আখতার হোসেন

মানুষ মনে করে, ৫ আগস্টের আগের পুলিশ কেন গ্রেপ্তার করবে, কেন রাস্তা ছাড়তে বলবে—আইজিপির আক্ষেপ

কাউনিয়া স্বাস্থ্য কমপ্লেক্স: ওয়ার্ডে পানি সরবরাহ বন্ধ ভোগান্তিতে রোগী-স্বজন