হোম > সারা দেশ > নীলফামারী

সেতুর নিচে বালু উত্তোলন, ছবি তোলায় সাংবাদিককে মারধর

ডিমলা (নীলফামারী) প্রতিনিধি

নীলফামারীর ডিমলায় কুমলাই নদীর সেতুর নিচ থেকে অবৈধভাবে বালু উত্তোলনের ছবি তোলায় এক সাংবাদিককে মারধরের অভিযোগ উঠেছে। এ সময় তাঁর কাছ থেকে ক্যামেরা, মোবাইল ফোন ও নগদ টাকা নিয়ে গেছে হামলাকারীরা। গতকাল রোববার বিকেলে এ ঘটনা ঘটে।

মারধরের শিকার সাংবাদিক নুর মোহাম্মদ সুমন স্থানীয় একটি পত্রিকার ডিমলা উপজেলা প্রতিনিধি হিসেবে কর্মরত। এ ঘটনায় ১০ জনের নাম উল্লেখ করে ডিমলা থানায় লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী সাংবাদিক সুমন। 

অভিযোগ সুত্রে জানা গেছে, উপজেলার গয়াবাড়ি ইউনিয়নের শিক্ষকপাড়া এলাকায় কুমলাই নদীতে সদ্য নির্মিত সেতুর সংযোগ সড়ক নির্মাণকাজ চলছে। নির্মাণকাজে সেতুর নীচ থেকে অবৈধভাবে বালু-পাথর উত্তোলনের খবর পেয়ে ঘটনাস্থলে যান সাংবাদিক নুর মোহাম্মদ সুমন। সেখানে ঘটনার সত্যতা পেয়ে ছবি তোলেন তিনি। 

এ সময় অবৈধভাবে বালু উত্তোলনকারী চক্রের গোলাম রাব্বানী, সায়েদ আলীসহ কয়েকজন তাঁকে মারধর করে মোবাইল ফোন ও টাকা ছিনিয়ে নেয়। পরে স্থানীয় সাংবাদিক জামান মৃধাসহ কয়েকজন তাঁকে উদ্ধার করে। 

সুমন অভিযোগ করেন, উপজেলা ত্রাণ ও দুর্যোগ কর্মকর্তার যোগসাজশে অবৈধভাবে বালু-পাথর উত্তোলনের সঙ্গে জড়িত সিন্ডিকেটের সদস্যরা তাঁকে নির্যাতন করেছেন। তার মাথা, কপাল ও বুকে আঘাতের চিহ্ন রয়েছে। তিনি বর্তমানে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছেন। 

সাংবাদিক জামান মৃধা বলেন, ‘সেতুর নীচে নদীতে অবৈধভাবে বালু উত্তোলনের ছবি তুলতে গেলে সাংবাদিক সুমনকে আটকে নির্মমভাবে মারধর করা হয়। পরে খবর পেয়ে তাঁকে উদ্ধার করতে গেলে আমরাও হামলার স্বীকার হই।’ 

এ বিষয়ে জানতে চাইলে উপজেলা ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা কর্মকর্তা মেজবাহুর রহমান বলেন, ‘সাংবাদিকেরা তো চাঁদাবাজ। চাঁদাবাজি করতে গেলে তো মার খাবেই।’ সেতুর নীচে বালু উত্তোলনের নিয়ম আছে কি না জানতে চাইলে তিনি বলেন, ‘বিষয়টি দেখছি।’ 

ডিমলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা লাইছুর রহমান বলেন, ‘লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

ব্রাকসুর সকল কার্যক্রম স্থগিত

ফের ব্রাকসুর তফসিল পরিবর্তন, নির্বাচন ২৫ ফেব্রুয়ারি

প্রশ্নপত্র ফাঁসের শিক্ষক নিয়োগ পরীক্ষা বাতিল করে নতুন করে নিতে হবে: আখতার হোসেন

মানুষ মনে করে, ৫ আগস্টের আগের পুলিশ কেন গ্রেপ্তার করবে, কেন রাস্তা ছাড়তে বলবে—আইজিপির আক্ষেপ

কাউনিয়া স্বাস্থ্য কমপ্লেক্স: ওয়ার্ডে পানি সরবরাহ বন্ধ ভোগান্তিতে রোগী-স্বজন

শিক্ষক নিয়োগ পরীক্ষায় ‘প্রশ্নপত্র ফাঁস’: স্বেচ্ছাসেবক দল নেতাকে দল থেকে বহিষ্কার

শিক্ষক নিয়োগ পরীক্ষাকে কেন্দ্র করে জালিয়াতির ‘পরিকল্পনা’, ডিভাইসহ আটক ২

প্রশাসন একটা দলের পক্ষে ঝুঁকে পড়েছে, এটি অশনিসংকেত: আখতার হোসেন

গাইবান্ধায় ট্রাকের ধাক্কায় চালক ও হেলপার নিহত

ঠাকুরগাঁওয়ে দুই অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দিল প্রশাসন; আড়াই লাখ টাকা জরিমানা