লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বাউরা ইউনিয়নে ট্রেনের ধাক্কায় আয়শা খাতুন (৭০) নামের এক বৃদ্ধা নিহত হয়েছেন। আজ মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে পাটগ্রাম-লালমনিরহাট রেললাইনের বাউরা নবীনগর এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
পাটগ্রাম রেলওয়ে কর্তৃপক্ষ, থানা-পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, উপজেলার বুড়িমারী রেলওয়ে স্টেশন থেকে আসা আন্তনগর করতোয়া এক্সপ্রেস ট্রেনটি নওগার শান্তাহার স্টেশনের দিকে যেতে থাকে। এ সময় বাউরা ইউনিয়নের নবীনগর গ্রামের আয়েশা খাতুন রেললাইনের পাশ দিয়ে হেঁটে বাড়ি ফিরছিলেন। তখন চলন্ত ট্রেনের সঙ্গে ধাক্কা লেগে পাশে পড়ে গিয়ে আহত হন। স্থানীয় লোকজন ও পরিবারের সদস্যরা তাঁকে উদ্ধার করে বাড়িতে নিয়ে গেলে মারা যান আয়শা খাতুন।
পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক ট্রেনের ধাক্কায় নিহতের সত্যতা নিশ্চিত করেছেন।