হোম > সারা দেশ > রংপুর

প্রতিভা অন্বেষণ: ছিন্নমূল কর্মজীবীদের সংগীত প্রতিযোগিতা

ডোমার (নীলফামারী) প্রতিনিধি

নীলফামারীর ডোমারে রিকশা-ভ্যানচালক, শ্রমিক, তাঁতিসহ ছিন্নমূল কর্মজীবীদের প্রতিভা অন্বেষণ শুরু হয়েছে। দুই দিনব্যাপী এই কার্যক্রম আজ বৃহস্পতিবার দুপুরে শুরু হয়েছে।

শিল্পকলা একাডেমিতে প্রতিভা অন্বেষণ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাজমুল আলম। প্রতিযোগিতার আয়োজক উপজেলা পরিষদের চেয়ারম্যান তোফায়েল আহমেদ। উপজেলা পরিষদ চেয়ারম্যানের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুল মালেক সরকার, প্যানেল মেয়র সেলিম রেজা, বীর মুক্তিযোদ্ধা সহিদার রহমান মানিক, গোলাম মোস্তফা প্রমুখ।

আয়োজক কমিটির সদস্য রওশন রশিদ বলেন, প্রতিযোগিতায় অংশ নিতে ২০৬ প্রতিযোগী রেজিস্ট্রেশন করেছেন। দুই দিন প্রাথমিক বাছাই চলবে। তারপর ১০ দিন ধরে তাঁদের প্রশিক্ষণ দেওয়া হবে। প্রশিক্ষণ শেষে প্রতিযোগিতার মূল পর্ব শুরু হবে। প্রাথমিক পর্যায়ে বিচারক থাকবেন স্থানীয় শিল্পীরা। পরে মূল পর্বে প্রতিষ্ঠিত শিল্পীরা বিচারক হিসেবে থাকবেন।

রওশন রশিদ আরও বলেন, প্রতিযোগিতায় প্রথম পুরস্কার বিজয়ী পাবেন ৫০ হাজার এবং দ্বিতীয় পুরস্কার বিজয়ী পাবেন ২৫ হাজার টাকা। এ ছাড়া আরও ১০ জনকে বিশেষ পুরস্কার দেওয়া হবে।

ফের ব্রাকসুর তফসিল পরিবর্তন, নির্বাচন ২৫ ফেব্রুয়ারি

প্রশ্নপত্র ফাঁসের শিক্ষক নিয়োগ পরীক্ষা বাতিল করে নতুন করে নিতে হবে: আখতার হোসেন

মানুষ মনে করে, ৫ আগস্টের আগের পুলিশ কেন গ্রেপ্তার করবে, কেন রাস্তা ছাড়তে বলবে—আইজিপির আক্ষেপ

কাউনিয়া স্বাস্থ্য কমপ্লেক্স: ওয়ার্ডে পানি সরবরাহ বন্ধ ভোগান্তিতে রোগী-স্বজন

শিক্ষক নিয়োগ পরীক্ষায় ‘প্রশ্নপত্র ফাঁস’: স্বেচ্ছাসেবক দল নেতাকে দল থেকে বহিষ্কার

শিক্ষক নিয়োগ পরীক্ষাকে কেন্দ্র করে জালিয়াতির ‘পরিকল্পনা’, ডিভাইসহ আটক ২

প্রশাসন একটা দলের পক্ষে ঝুঁকে পড়েছে, এটি অশনিসংকেত: আখতার হোসেন

গাইবান্ধায় ট্রাকের ধাক্কায় চালক ও হেলপার নিহত

ঠাকুরগাঁওয়ে দুই অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দিল প্রশাসন; আড়াই লাখ টাকা জরিমানা

পীরগঞ্জে উপজেলা প্রাণিসম্পদ দপ্তরে জাতীয় পতাকা উত্তোলন না করার অভিযোগ