হোম > সারা দেশ > রংপুর

প্রতিভা অন্বেষণ: ছিন্নমূল কর্মজীবীদের সংগীত প্রতিযোগিতা

ডোমার (নীলফামারী) প্রতিনিধি

নীলফামারীর ডোমারে রিকশা-ভ্যানচালক, শ্রমিক, তাঁতিসহ ছিন্নমূল কর্মজীবীদের প্রতিভা অন্বেষণ শুরু হয়েছে। দুই দিনব্যাপী এই কার্যক্রম আজ বৃহস্পতিবার দুপুরে শুরু হয়েছে।

শিল্পকলা একাডেমিতে প্রতিভা অন্বেষণ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাজমুল আলম। প্রতিযোগিতার আয়োজক উপজেলা পরিষদের চেয়ারম্যান তোফায়েল আহমেদ। উপজেলা পরিষদ চেয়ারম্যানের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুল মালেক সরকার, প্যানেল মেয়র সেলিম রেজা, বীর মুক্তিযোদ্ধা সহিদার রহমান মানিক, গোলাম মোস্তফা প্রমুখ।

আয়োজক কমিটির সদস্য রওশন রশিদ বলেন, প্রতিযোগিতায় অংশ নিতে ২০৬ প্রতিযোগী রেজিস্ট্রেশন করেছেন। দুই দিন প্রাথমিক বাছাই চলবে। তারপর ১০ দিন ধরে তাঁদের প্রশিক্ষণ দেওয়া হবে। প্রশিক্ষণ শেষে প্রতিযোগিতার মূল পর্ব শুরু হবে। প্রাথমিক পর্যায়ে বিচারক থাকবেন স্থানীয় শিল্পীরা। পরে মূল পর্বে প্রতিষ্ঠিত শিল্পীরা বিচারক হিসেবে থাকবেন।

রওশন রশিদ আরও বলেন, প্রতিযোগিতায় প্রথম পুরস্কার বিজয়ী পাবেন ৫০ হাজার এবং দ্বিতীয় পুরস্কার বিজয়ী পাবেন ২৫ হাজার টাকা। এ ছাড়া আরও ১০ জনকে বিশেষ পুরস্কার দেওয়া হবে।

তারেক রহমানের কাছে যা চাইলেন আবু সাঈদের বাবা

শহীদ আবু সাঈদের কবর জিয়ারত করলেন তারেক রহমান

মঞ্চ প্রস্তুত, দলে দলে আসছেন বিএনপির নেতা-কর্মীরা

লাঙ্গল-নৌকার আসনে ধানের শীষ-দাঁড়িপাল্লার লড়াই

কাউনিয়ায় ‘ভুয়া মামলায়’ ঋণগ্রহীতাকে হয়রানির অভিযোগ

আমি ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের শিকার—বললেন জাপা প্রার্থী

রংপুরে হত্যার মামলায় ৪ আসামির যাবজ্জীবন

নির্বাচনকে ঘিরে দেশে দুটি পক্ষ হয়েছে, একটি সংস্কারের পক্ষে আরেকটি বিপক্ষে: আখতার হোসেন

গণপিটুনিতে নিহত রূপলালের স্ত্রী ও ছেলেকে আসামিদের হুমকি, থানায় অভিযোগ

রূপলাল-প্রদীপ লাল হত্যার মূল পরিকল্পনাকারী গ্রেপ্তার