হোম > সারা দেশ > কুড়িগ্রাম

বাজি ধরে সাঁতরে নদ পার হতে গিয়ে নিখোঁজ তরুণ 

ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে বাজি ধরে সাঁতার কেটে নদ পার হতে গিয়ে বাবুল মিয়া (২২) নামের এক তরুণ নিখোঁজ হয়েছেন। গতকাল রোববার রাত সাড়ে ১১টার দিকে দুধকুমার নদের শহিদুলের ঘাট এলাকায় ঘটনা ঘটে।

তিনি উপজেলার পাইকেরছড়া ইউনিয়নের মাওলানাপাড়া এলাকার আনিছ আলীর ছেলে।

স্থানীয়রা জানান, একই এলাকার মোজাম্মেল হকের ছেলে হাসেম আলীর সঙ্গে তিলাই ইউনিয়নের খোচাবাড়ির চর এলাকার হযরত আলীর মেয়ের বিয়ে হয়। রাতে বিয়ের অনুষ্ঠান শেষে নৌকায় দুধকুমার নদ পারি দিয়ে বাড়ি ফিরছিলেন তাঁরা। এ সময় যাত্রীদের সঙ্গে সাঁতারে নদ পার হওয়ার বাজি ধরেন বরের ফুপাতো ভাই বাবুল।

স্থানীয়রা আরও জানান, ৫০০ টাকার বাজি ধরে কনকনে ঠান্ডায় মাঝ নদীতে ঝাঁপ দেন বাবুল। পরে সাঁতার কেটে কিছু দূর যাওয়ার পর স্রোতে তিনি নদের পানিতে তলিয়ে যান। আজ সোমবার সকাল সাড়ে ১০টা পর্যন্ত নদের বিভিন্ন স্থানে খুঁজেও বাবুলের সন্ধান পাওয়া যায়নি।

ভূরুঙ্গামারী থানার ভরপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। নদীতে ঝাঁপ দিয়ে নিখোঁজ হওয়া তরুণকে উদ্ধারে ফায়ার সার্ভিসকে জানানো হয়েছে। রংপুর থেকে ফায়ার সার্ভিসের ডুবুরি দল এলে উদ্ধার কার্যক্রম শুরু হবে। 

ব্রাকসুর সকল কার্যক্রম স্থগিত

ফের ব্রাকসুর তফসিল পরিবর্তন, নির্বাচন ২৫ ফেব্রুয়ারি

প্রশ্নপত্র ফাঁসের শিক্ষক নিয়োগ পরীক্ষা বাতিল করে নতুন করে নিতে হবে: আখতার হোসেন

মানুষ মনে করে, ৫ আগস্টের আগের পুলিশ কেন গ্রেপ্তার করবে, কেন রাস্তা ছাড়তে বলবে—আইজিপির আক্ষেপ

কাউনিয়া স্বাস্থ্য কমপ্লেক্স: ওয়ার্ডে পানি সরবরাহ বন্ধ ভোগান্তিতে রোগী-স্বজন

শিক্ষক নিয়োগ পরীক্ষায় ‘প্রশ্নপত্র ফাঁস’: স্বেচ্ছাসেবক দল নেতাকে দল থেকে বহিষ্কার

শিক্ষক নিয়োগ পরীক্ষাকে কেন্দ্র করে জালিয়াতির ‘পরিকল্পনা’, ডিভাইসহ আটক ২

প্রশাসন একটা দলের পক্ষে ঝুঁকে পড়েছে, এটি অশনিসংকেত: আখতার হোসেন

গাইবান্ধায় ট্রাকের ধাক্কায় চালক ও হেলপার নিহত

ঠাকুরগাঁওয়ে দুই অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দিল প্রশাসন; আড়াই লাখ টাকা জরিমানা