হোম > সারা দেশ > রংপুর

তারাগঞ্জে পিকআপ-বাসের মুখোমুখি সংঘর্ষে চালক নিহত

তারাগঞ্জ (রংপুর), প্রতিনিধি

ঘন কুয়াশার কারণে রংপুর-দিনাজপুর মহাসড়কে পিকআপ-মিনিবাস মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে মিনিবাসের চালক নিহত হয়েছেন। আজ বুধবার সকাল ৮টার দিকে মহাসড়কের তারাগঞ্জের খিয়ারজুম্মা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

এ ঘটনায় নিহত চালক খায়রুল ইসলামের বাড়ি নীলফামারী সদর উপজেলার দক্ষিণ হাজরা গ্রামে। 

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, রংপুর থেকে ছেড়ে আসে নীলফামারী-ডোমারগামী রাবেয়া এন্টারপ্রাইজ নামের একটি পরিবহন। রংপুর-দিনাজপুর মহাসড়কের তারাগঞ্জের খিয়ারজুম্মা এলাকায় সকাল সাড়ে ৮টার দিকে পৌঁছালে সৈয়দপুর থেকে ছেড়ে আসা একটি পিকআপ ভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মিনিবাসটি পাশের খেতে নেমে যায়। বাসের সামনের গ্লাস ও রড ভেঙে ওই বাসের চালক খায়রুল ইসলামের পেটে ঢুকে যায়। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা গিয়ে তার মরদেহ উদ্ধার করেন। 

তারাগঞ্জ হাইওয়ে থানার ওসি নুরনবী প্রধান বলেন, বাস ও পিকআপের মুখোমুখি সংঘর্ষে বাসের চালক নিহত হয়েছেন। সড়ক দুর্ঘটনায় দুমড়ে মুচড়ে যাওয়া পিকআপ ভ্যানটি থানায় আনা হয়েছে। বাসটি ঘটনাস্থলের পাশে জমিতে রয়েছে। সেটিও উদ্ধারের চেষ্টা চলছে। 

সারজিসের নগদ টাকা আছে ৩ লাখ ১১ হাজার, পেশায় ব্যবসায়ী

পীরগঞ্জে তাল, খেজুরসহ বিভিন্ন গাছের মাথা কেটে দিলেন পল্লী বিদ্যুতের কর্মীরা

কোরআন-সুন্নাহবিরোধী আইন করতে দেব না, এটা আমাদের অঙ্গীকার: মির্জা ফখরুল

তীব্র শীতে কাঁপছে মানুষ গুদামে তালাবদ্ধ কম্বল

ভূরুঙ্গামারীতে বাস-মোটরসাইকেল সংঘর্ষ, যুবক নিহত

ফুলবাড়ীতে আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

পঞ্চগড়ে চার দিন ধরে ঘন কুয়াশা ও কনকনে শীত

ফুলবাড়ীতে ট্রলির চাপায় সহযোগী নিহত

কাউনিয়ায় কিশোরীকে ধর্ষণচেষ্টা, যুবক গ্রেপ্তার

বিশেষ ট্রেনের দাবিতে বিএনপি নেতা-কর্মীদের রেলপথ অবরোধ, ছেড়ে যায়নি লালমনি এক্সপ্রেস