বিরামপুর উপজেলার তিনটি শিক্ষাপ্রতিষ্ঠানের নতুন ভবনের উদ্বোধন করেছেন, দিনাজপুর-৬ আসনের জাতীয় সংসদ সদস্য শিবলী সাদিক। গতকাল মঙ্গলবার ১৫ ফেব্রুয়ারি দুপুরে গঙ্গাপুর উচ্চ বিদ্যালয়ে জাইকার অর্থায়নে নির্মিত ভবনের উদ্বোধন করা হয়েছে।
এ উপলক্ষে স্কুল পরিচালনা কমিটির সভাপতি ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সম্পাদক গোলজার হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, দিনাজপুর-৬ আসনের সংসদ সদস্য শিবলী সাদিক।
বিশেষ অতিথি ছিলেন, উপজেলা চেয়ারম্যান খায়রুল আলম রাজু, পৌর মেয়র আক্কাস আলী, উপজেলা নির্বাহী অফিসার পরিমল কুমার সরকার, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি নাড়ু গোপাল কণ্ডু, সাংগঠনিক সম্পাদক আব্দুর রাজ্জাক মাস্টার, মুকুন্দপুর ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদ প্রমুখ।
এর আগে অতিথিবৃন্দ বিরামপুর শালবাগান বালিকা দাখিল মাদ্রাসার নতুন ভবন ও শালবাগান এতিমখানা মাদ্রাসার ভবনের উদ্বোধন করেন।