হোম > সারা দেশ > রংপুর

রাজারহাটে জমি নিয়ে সংঘর্ষে একজন নিহত

কুড়িগ্রাম প্রতিনিধি

প্রতীকী ছবি

কুড়িগ্রামের রাজারহাটে জমি নিয়ে বিরোধে দুই পক্ষের সংঘর্ষে একজন নিহত হয়েছেন। আজ সোমবার সকালে উপজেলার বিদ্যানন্দ ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের টোংগারকুটি গ্রামে এ ঘটনা ঘটে।

রাজারহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তছলিম উদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন।

নিহতের নাম মো. বেলাল হোসেন (৫৮)। তিনি টোংগারকুটি গ্রামের আব্দুল গফুর তেলির ছেলে।

স্থানীয়রা জানান, টোংগারকুটি গ্রামের আব্দুল জব্বার ও আব্দুল হাকিমের পরিবারের সদস্যদের মধ্যে সংঘর্ষ হয়েছে। দুই পরিবার পরস্পর আত্মীয়। কয়েক বছর ধরে দুই পরিবারের মধ্যে জমি নিয়ে দ্বন্দ্ব চলছে। প্রায়ই বিবাদ হয়। আজ সোমবার সকালে একই জমির দখল নিয়ে উভয় পক্ষের সংঘর্ষ হয়। দুই পরিবারের নারী ও পুরুষ লাঠিসোঁটা নিয়ে সংঘর্ষে জড়ান। এতে গুরুতর আহত হয়ে বেলাল হোসেন মারা যান।

স্থানীয় ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্য রিয়াজুল ইসলাম বলেন, দুই পরিবার আত্মীয়। ২০ শতক জমি নিয়ে এ সংঘর্ষের ঘটনা ঘটে। প্রতিবছর জমিটিকে ঘিরে আব্দুল জব্বার ও আব্দুল হাকিমের পরিবারের সদস্যদের মধ্যে বিবাদ হয়। আজও জমি দখলকে কেন্দ্র করে উভয় পক্ষের সংঘর্ষে আব্দুল হাকিমের ভাতিজা বেলাল হোসেন নিহত হন।

প্রাথমিক তদন্তের বরাতে ওসি তছলিম উদ্দিন বলেন, দুই পরিবারের মধ্যে জমি নিয়ে বিরোধ চলছিল। এ নিয়ে আদালতে মামলাও চলমান। আজ এক পক্ষ আরেক পক্ষের কাছ থেকে জমির দখল নিতে গিয়ে সংঘর্ষে জড়ায়। এতে একজন নিহত হয়েছেন।

ওসি আরও বলেন, মরদেহের ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ নিয়ে নিহতের পরিবারের সদস্যরা মামলার প্রস্তুতি নিচ্ছেন। মামলা হলে আসামি গ্রেপ্তারে ব্যবস্থা নেওয়া হবে।

রংপুরে কারাবন্দীকে নিয়ে প্রতারণা, গ্রাম পুলিশকে জরিমানা

রংপুরে অজ্ঞাতনামা নারীর বস্তাবন্দী লাশ উদ্ধার

রান্নার চাল ধোয়ার জন্য নলকূপের পাড়ে গৃহবধূ, মিলল গলাকাটা মরদেহ

দিনে রোদের ছোঁয়া, রাত হলেই বাড়ে শীত—তেঁতুলিয়ায় তাপমাত্রা ৭.৫

ঠান্ডাজনিত রোগে মারা গেল ১৪৯৫ ছাগল

পাঁচবার তফসিল পরিবর্তন, বেরোবিতে নির্বাচন না হলে কেন নাটক: ছাত্রশিবির

ব্রাকসুর সকল কার্যক্রম স্থগিত

ফের ব্রাকসুর তফসিল পরিবর্তন, নির্বাচন ২৫ ফেব্রুয়ারি

প্রশ্নপত্র ফাঁসের শিক্ষক নিয়োগ পরীক্ষা বাতিল করে নতুন করে নিতে হবে: আখতার হোসেন

মানুষ মনে করে, ৫ আগস্টের আগের পুলিশ কেন গ্রেপ্তার করবে, কেন রাস্তা ছাড়তে বলবে—আইজিপির আক্ষেপ