প্রাথমিকের পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের 'আমার পরিচয়’ লেখা শেখালেন নীলফামারী থানার পুলিশ কর্মকর্তা বাকিনুর ইসলাম। শনিবার দুপুরে চক, ডাস্টার হাতে নিয়ে ব্ল্যাকবোর্ডে লিখে শিক্ষার্থীদের শেখানোর এই ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে।
জানা যায়, ওই দিন বিশেষ ডিউটি করছিলেন নীলফামারী-সৈয়দপুর সড়কের ফকিরপাড়া এলাকায়। একই প্রাঙ্গণে ছিল ফকিরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়। লোভ সামলাতে না পেরে বিদ্যালয়ে গিয়ে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের সঙ্গে কুশল বিনিময় করেন বাকিনুর ইসলাম। এ সময় ‘আমার পরিচয়’ ইংরেজিতে লেখার কৌশল শেখান তিনি।