হোম > সারা দেশ > রাজশাহী

রাণীনগরে বিলে নৌকা ডুবে ২ জনের মৃত্যু 

রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি

নওগাঁর রাণীনগরে নৌকা ডুবে দুজনের মৃত্যু হয়েছে। এ সময় আহত হয়েছেন আরও দুজন। আজ রোববার দুপুরে উপজেলার রক্তদহ বিলের রমজান আলীর ঘাটের অদূরে এ ঘটনা ঘটে। 

মৃতরা হলো—রাণীনগর উপজেলার উত্তর রাজাপুর গ্রামের এমদাদুল হকের মেয়ে তামান্না (১২) ও নওগাঁ সদর উপজেলার চুন্ডিপুর ভোঁপাড়া গ্রামের হেলাল উদ্দীনের ছেলে রিফাত (১৫)। হাসপাতালে ভর্তি আহতেরা হলেন বগুড়ার আদমদীঘি উপজেলার তারাপুর গ্রামের মৃদুল (২৬) ও একউ উপজেলার দমদমা গ্রামের দুলালী বিবি (৩৫)। আহতেরা রাণীনগর হাসপাতালে চিকিৎসাধীন। 

হাসপাতালে ভর্তি আহত মৃদুল জানান, গতকাল শনিবার রাণীনগর উপজেলার উত্তর রাজাপুর গ্রামে আত্মীয়ের বাড়িতে বেড়াতে আসেন। রোববার দুপুরে গোসলের আগে রমজানের ঘাটে দুইটি ডিঙি নৌকায় চরে প্রায় ১২-১৩ জন বিলের মধ্যে যাচ্ছিল। এ সময় ঘাটের অদূরে যেতেই নৌকা ডুবে যায়। এতে তামান্না, রিফাত, আয়েশা বিবি (২৪), মৃদুলসহ সবাই পানিতে ডুবে যায়। পরে স্থানীয়দের সহযোগিতায় তাদের উদ্ধার করে হাসপাতালে নিলে তামান্না ও রিফাতকে চিকিৎসক মৃত্যু ঘোষণা করেন। 

রাণীনগর হাসপাতালের আবাসিক চিকিৎসক কর্মকর্তা (আরএমও) আতাউর রহমান জানান, নৌকাডুবির ঘটনায় চারজনকে হাসপাতালে নিয়ে আসা হয়েছিল। এর মধ্যে দুজন হাসপাতালে পৌঁছার আগেই মারা গেছেন এবং আরও দুজন হাসপাতালে ভর্তি রয়েছেন। তবে নিহত দুজনের মরদেহ পরিবারের স্বজনেরা নিয়ে গেছেন বলে জানিয়েছেন এই চিকিৎসক। 

রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু ওবায়েদ বলেন, ‘নৌকা ডুবে হতাহতের ঘটনার কথা শুনেছি।’

আচরণবিধি লঙ্ঘন: রাজশাহী-১ আসনের বিএনপির প্রার্থীকে আদালতে তলব

রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের তিন কর্মকর্তাকে চাকরিচ্যুত

গণভোটের ব্যালটের টিক চিহ্ন মানেই ঠিক: আলী রীয়াজ

ট্রায়াল দেওয়ার নামে গাড়ি নিয়ে লাপাত্তা যুবদল নেতাকে বহিষ্কার

ব্রেনের চিকিৎসা করতেন এইচএসসি পাস নুরুল, ৬ মাসের জেল

দুই সহযোগীসহ ‘চাঁদাবাজ’ চান সওদাগর আটক, দেশীয় অস্ত্র উদ্ধার

লবণের কার্গো ট্রাকে মিলল ১২৬ কেজি গাঁজা

জামায়াতে ইসলামীতে কেউ স্বাধীনতাবিরোধী নয়: মেজর আখতারুজ্জামান

দেশে ১৭ লাখ ৮০ হাজার শিশু শ্রমে নিযুক্ত: সচিব

রাজশাহীতে হেরোইনসহ দম্পতি গ্রেপ্তার