হোম > সারা দেশ > পাবনা

ঈশ্বরদী-রুপপুর রেলপথ উদ্বোধন 

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র স্থাপন প্রকল্পের মালামাল পরিবহনের জন্য পাবনার ঈশ্বরদী থেকে পাকশী পর্যন্ত ২৬ দশমিক ৫২ কিলোমিটার নতুন রেলপথ ও ‘রুপপুর’ নামে একটি নতুন রেলস্টেশন উদ্বোধন করা হয়েছে।

আজ বৃহস্পতিবার দুপুরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ভার্চুয়াল এই রেলপথ ও স্টেশনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। এদিকে উদ্বোধন উপলক্ষে নতুন রেলস্টেশন ও মালবাহী ট্রেনটি নানারূপে সাজানো হয়।

উদ্বোধন উপলক্ষে ঈশ্বরদীর পাকশী প্রান্তে নতুন স্টেশনে অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে উপস্থিত ছিলেন পাবনা-৪ আসনের সংসদ সদস্য নুরুজ্জামান বিশ্বাস, জেলা পরিষদ চেয়ারম্যান আব্দুর রহিম পাকন, জেলা প্রশাসক বিশ্বাস রাসেল, পুলিশ সুপার আকবর আলী মুন্সী, পশ্চিমাঞ্চল রেলওয়ের মহাব্যবস্থাপক অসীম কুমার তালুকদার, প্রধান প্রকৌশলী ও প্রকল্প পরিচালক আসাদুল হক, পাকশী বিভাগীয় রেলওয়ে ম্যানেজার শাহ সুফি নুর মোহাম্মদ প্রমুখ।

এর আগে বাংলাদেশ রেলওয়ের তিন প্রকল্পের আওতায় নবনির্মিত ৬৯ দশমিক ২০ কিলোমিটার রেলপথ ও স্টেশনের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রেলপথ মন্ত্রণালয়ের মন্ত্রী মো. নূরুল ইসলাম সুজন। জয়দেবপুর প্রান্ত থেকে রেলপথ মন্ত্রণালয়ের সচিব ড. মো. হুমায়ন কবীর স্বাগত ও শুভেচ্ছা বক্তব্য দেন ভারতীয় হাইকমিশনার ড. বিনয় জর্জ।

রেল সূত্রে জানা গেছে, বাংলাদেশ সরকারের অর্থায়নে প্রকল্প তিনটির মধ্যে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের জন্য সিগন্যালিংসহ রেললাইন সংস্কার ও নির্মাণ প্রকল্পের ঈশ্বরদী-রূপপুর পর্যন্ত ২৬ দশমিক ৫২ কিলোমিটার রেলপথ ও রুপপুর নামকরণে একটি স্টেশন নির্মাণে ব্যয় হয়েছে প্রায় ৩৩৬ কোটি টাকা। ২০১৮ সালের ১ এপ্রিল থেকে এ প্রকল্পের কাজ শুরু হয়।

রাজশাহীতে ওসমান হাদির গায়েবানা জানাজা

প্রথম আলো, ডেইলি স্টারসহ সুশীল সংবাদপত্র অবশ্যই বন্ধ করতে হবে: রাকসু ভিপি

বিএনপির ‘বিদ্রোহী’ প্রার্থীর মনোনয়ন ফরম তুললেন দণ্ডিত আসামি, খুঁজে পায় না পুলিশ

ভেকু দিয়ে যুবককে হত্যার ঘটনায় ৭ জনের বিরুদ্ধে মামলা

রাজশাহীতে বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হলো আ.লীগ পরিত্যক্ত কার্যালয়

বগুড়ায় স্ত্রীকে হত্যা করে সেপটিক ট্যাংকে লাশ ফেলে থানায় নিখোঁজের জিডি

রাবিতে আওয়ামীপন্থী ডিনদের পদত্যাগের আলটিমেটাম রাকসুর জিএস আম্মারের

ঋত্বিক ঘটকের পৈতৃক ভিটা ভাঙচুরের সঙ্গে জড়িতদের শাস্তির দাবি

রাজশাহীতে ভারতীয় সহকারী হাইকমিশন অভিমুখে যাত্রা, পুলিশি বাধায় পণ্ড

আবাদি জমিতে পুকুর খননে বাধা, কৃষককে এক্সকাভেটরের নিচে ফেলে হত্যা