হোম > সারা দেশ > পাবনা

ঈশ্বরদীতে ২ ট্রেনের সংঘর্ষ: ক্ষতিগ্রস্ত রেললাইনের সংস্কার, ইঞ্জিন উদ্ধার 

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি

পাবনার ঈশ্বরদীতে দুই মালবাহী ট্রেনের সংঘর্ষে ক্ষতিগ্রস্ত রেললাইন সংস্কার করা হয়েছে। এ সময় ক্ষতিগ্রস্ত একটি ট্রেনের ইঞ্জিন উদ্ধার করা হয়। আজ বুধবার বেলা ১১টার দিকে এসব কাজ করে কর্তৃপক্ষ। 

রেললাইন সংস্কার ও ইঞ্জিন উদ্ধারের বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেন পাকশী বিভাগীয় রেলওয়ে সহকারী প্রকৌশলী (এইএন) মো. শিপন আলী। তিনি বলেন, ‘আজ বেলা ১১টার আগেই ঈশ্বরদী লোকোশেড থেকে উদ্ধারকারী ক্রেন শহরের রেলগেট লেভেল ক্রসিং গেটের অদূরে ডাউন লাইনে (নিম্নমুখী) এই অভিযান সম্পন্ন করা হয়।’ 

শিপন আলী আরও বলেন, ‘দুর্ঘটনার সাড়ে ছয় ঘণ্টা পর ঈশ্বরদী-পাকশী-খুলনা রেললাইনে উদ্ধার অভিযান শেষ হয়েছে। এ সময় ক্ষতিগ্রস্ত ইঞ্জিন ও চাকা ঘটনাস্থল থেকে সরিয়ে নেওয়া হয়। ক্ষতিগ্রস্ত ইঞ্জিনটি আপাতত দাঁড় করিয়ে রাখা হয়েছে ডাউন লাইনের দক্ষিণে। যেকোনো সময় ক্ষতিগ্রস্ত ইঞ্জিনটি ডাউন লাইন থেকে সরিয়ে নেওয়া হবে।’ 

দুর্ঘটনায় ডাউন লাইনের ১০৩/এবি পয়েন্টে রেললাইন ও কিছু ফিটিংস ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানান শিপন আলী। তিনি বলেন, ‘আজ সকাল সাড়ে ১০টার দিকে দ্রুত সময়ের মধ্যে ১৮ মিটার রেললাইন পরিবর্তন করে পুনরায় লাইন লাগানো হয়েছে। খুব শিগগিরই ঈশ্বরদী-খুলনা ডাউন লাইন চালুর সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে।’ 

গতকাল মঙ্গলবার রাত ১১টা ৪৫ মিনিটের দিকে শহরের রেলগেট সংলগ্ন লেভেল ক্রসিংয়ের কাছে মালবাহী ও তেলবাহী খালি ওয়াগনের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে খুলনা, ঈশ্বরদী, ঢাকাসহ উত্তরাঞ্চলের সঙ্গে সাড়ে ছয় ঘণ্টা রেলযোগাযোগ বন্ধ ছিল।

আচরণবিধি লঙ্ঘন: রাজশাহী-১ আসনের বিএনপির প্রার্থীকে আদালতে তলব

রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের তিন কর্মকর্তাকে চাকরিচ্যুত

গণভোটের ব্যালটের টিক চিহ্ন মানেই ঠিক: আলী রীয়াজ

ট্রায়াল দেওয়ার নামে গাড়ি নিয়ে লাপাত্তা যুবদল নেতাকে বহিষ্কার

ব্রেনের চিকিৎসা করতেন এইচএসসি পাস নুরুল, ৬ মাসের জেল

দুই সহযোগীসহ ‘চাঁদাবাজ’ চান সওদাগর আটক, দেশীয় অস্ত্র উদ্ধার

লবণের কার্গো ট্রাকে মিলল ১২৬ কেজি গাঁজা

জামায়াতে ইসলামীতে কেউ স্বাধীনতাবিরোধী নয়: মেজর আখতারুজ্জামান

দেশে ১৭ লাখ ৮০ হাজার শিশু শ্রমে নিযুক্ত: সচিব

রাজশাহীতে হেরোইনসহ দম্পতি গ্রেপ্তার