নাটোরে ট্রাকের সঙ্গে সংঘর্ষে মোটরসাইকেলচালক রুবেল ইসলাম (৩০) নামের এক নৌসেনা নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার দুপুরে নাটোর-ঢাকা মহাসড়কের গাজির বিল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
রুবেল ইসলাম চট্টগ্রাম নৌবাহিনীতে কর্মরত ছিলেন। তাঁর বাবার নাম নাজিম উদ্দীন। চাঁপাইনবাবগঞ্জের বাসিন্দা রুবেলের পরিবার রাজশাহী নগরীর বালিয়াডাঙ্গী এলাকায় বসবাস করে।
নাটোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসিম আহমেদ বলেন, আজ বৃহস্পতিবার বেলা পৌনে ১টার দিকে নৌসেনা রুবেল ইসলাম মোটরসাইকেল নিয়ে বনপাড়ার দিকে যাচ্ছিলেন। দত্তপাড়া ব্রিজসংলগ্ন গাজির বিল এলাকায় গেলে বিপরীত দিক থেকে আসা ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয়। তাতে সড়কে ছিটকে পড়ে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। ঘটনার পর ট্রাক নিয়ে চালক দ্রুত পালিয়ে যান।
ওসি আরও বলেন, নৌসেনা রুবেলের লাশ উদ্ধার করে নাটোর আধুনিক সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে। তিনি সশস্ত্র বাহিনীর সদস্য হওয়ায় কিছু আনুষ্ঠানিকতা শেষে লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।