হোম > সারা দেশ > সিরাজগঞ্জ

কামারখন্দে ছাত্র-জনতার তোপের মুখে কার্যালয় ছাড়লেন ইউপি চেয়ারম্যান

কামারখন্দ (সিরাজগঞ্জ) প্রতিনিধি

সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার জামতৈল ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মোকবুল হোসেন বৈষম্যবিরোধী ছাত্র-জনতার তোপের মুখে অফিস ছেড়েছেন। আজ রোববার সকালে এই ঘটনা ঘটে।

আজ বেলা ১১টার দিকে ছাত্র-জনতা ইউপি কার্যালয়ে ঢোকার চেষ্টা করলে তাদের বাধা দেওয়া হয়। এ সময় ইউপি চেয়ারম্যানের পদত্যাগের দাবিতে অফিস কক্ষের সামনে ভুয়া ভুয়া স্লোগান দিতে থাকেন তাঁরা। পরিবেশ বেগতিক দেখে স্থানীয় বিএনপির নেতা-কর্মীরা ইউপি চেয়ারম্যানকে নিরাপদে বাড়ি পৌঁছে দেন। 

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকারীরা জানান, নাগরিক ভোগান্তি, ভিজিডি, বয়স্ক, প্রতিবন্ধী, চারিত্রিক সনদ নিতে টাকা নেওয়াসহ নানা অনিয়মের মৌখিক অভিযোগ ওঠে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে। তারই পরিপ্রেক্ষিতে আজ সকালে তাঁরা দেখা করতে গেলে অফিসে ঢুকতে বাধা দেওয়া হয়। এ সময় ২৪ ঘণ্টার মধ্যে পদত্যাগের দাবিতে বিক্ষোভ করা হয়। পরে বিএনপি নেতারা তাঁকে নিয়ে বাড়ি পৌঁছে দেন।

এ বিষয়ে উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক সারোয়ার হোসেন বলেন, ‘বয়স্ক, বিধবা, প্রতিবন্ধী কার্ড এবং চারিত্রিক সনদ নিতে টাকা লাগে। এসব কারণে ছাত্র-জনতা তাঁর পদত্যাগের দাবিতে পরিষদে বিক্ষোভ ও স্লোগান দিতে থাকে। খবর পেয়ে আমরা চেয়ারম্যানকে সেভ করি। যেহেতু তিনি বয়স্ক মানুষ, কেউ যেন তাঁর সঙ্গে খারাপ আচরণ বা শরীরে হাত না তোলে, এ জন্য তাঁকে নিরাপদে বাড়ি পৌঁছে দিয়েছি।’

এ বিষয়ে জানতে ৩ নম্বর জামতৈল ইউপি চেয়ারম্যান মোকবুল হোসেনের মোবাইলে ফোন দিলে তা বন্ধ পাওয়া যায়।

ট্রায়াল দেওয়ার নামে গাড়ি নিয়ে লাপাত্তা যুবদল নেতাকে বহিষ্কার

ব্রেনের চিকিৎসা করতেন এইচএসসি পাস নুরুল, ৬ মাসের জেল

দুই সহযোগীসহ ‘চাঁদাবাজ’ চান সওদাগর আটক, দেশীয় অস্ত্র উদ্ধার

লবণের কার্গো ট্রাকে মিলল ১২৬ কেজি গাঁজা

জামায়াতে ইসলামীতে কেউ স্বাধীনতাবিরোধী নয়: মেজর আখতারুজ্জামান

দেশে ১৭ লাখ ৮০ হাজার শিশু শ্রমে নিযুক্ত: সচিব

রাজশাহীতে হেরোইনসহ দম্পতি গ্রেপ্তার

চাঁপাইনবাবগঞ্জে ২ ভারতীয় নাগরিক আটক, বিএসএফের কাছে হস্তান্তর

প্রক্সির মাধ্যমে ভর্তি হওয়া রাবির তিন শিক্ষার্থীকে বহিষ্কার

সীমান্ত দিয়ে আসা অস্ত্র দেশের নিরাপত্তার জন্য হুমকি: বিজিবির রাজশাহী সেক্টর কমান্ডার