হোম > সারা দেশ > রাজশাহী

‘বিশ্ব ইজতেমায় চুরি হওয়া’ ৪৯ মোবাইলসহ যুবক আটক

শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি

বগুড়ার শাজাহানপুর উপজেলা থেকে চুরি হওয়া ৪৯টি মোবাইল ফোনসহ মো. সোহাগ হোসেন ওরফে ছোট বুদেকে (২৪) আটক করেছে পুলিশ। আজ সোমবার দুপুর পৌনে ১টায় উপজেলার চুপিনগর ইউনিয়নের বড়পাথার গ্রাম থেকে তাঁকে আটক করা হয়। বিশ্ব ইজতেমা থেকে মোবাইলগুলো চুরি হয়েছে বলে জানায় পুলিশ। 

আটক যুবক বগুড়া শহরের চেলোপাড়া এলাকার বাসিন্দা। সোমবার বিকেল ৪টার দিকে শাজাহানপুর থানায় আয়োজিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান শাজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কাদের জিলানী। 

পুলিশ জানায়, বগুড়া বাজারে চোরাই মোবাইল ফোন বিক্রি করতে যান সোহাগ। এ সংবাদে পুলিশ অভিযান চালিয়ে তাঁকে আটক করে। পরে প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদে সোহাগ জানান গাজিপুরের টঙ্গীতে বিশ্ব ইজতেমায় প্রথম ধাপে আগত ধর্মপ্রাণ মুসল্লিরা ইবাদতে মগ্ন ছিলেন। এই সুযোগে কিছু মুসল্লির কাছে থাকা থাকা ৪৯টি মোবাইল ফোন চুরি করেন তিনি। পরে বড়পাথার গ্রামে এক আত্মীয়ের বাড়িতে আত্মগোপনে চলে যান তিনি। 

ওসি আব্দুল কাদের জিলানী বলেন, আটক যুবককে জিজ্ঞাসাবাদ করা হবে। মোবাইল চুরির ঘটনায় আর কেউ জড়িত থাকলে তাঁকেও আইনের আওতায় আনা হবে। এই ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে। 

দুই ধান ব্যবসায়ীর ১০ লাখ টাকা ও কৃষকের তিনটি গরু চুরি

রাবিতে ৬ ডিনের চেম্বারে তালা, দায়িত্ব ছাড়তে রাজি হয়েছেন বলে জানালেন জিএস আম্মার

‘অপারেশন জিরো টলারেন্স ফর ফ্যাসিজম’ কর্মসূচি ঘোষণা রাকসুর জিএস আম্মারের

রাজশাহীতে ওসমান হাদির গায়েবানা জানাজা

প্রথম আলো, ডেইলি স্টারসহ সুশীল সংবাদপত্র অবশ্যই বন্ধ করতে হবে: রাকসু ভিপি

বিএনপির ‘বিদ্রোহী’ প্রার্থীর মনোনয়ন ফরম তুললেন দণ্ডিত আসামি, খুঁজে পায় না পুলিশ

ভেকু দিয়ে যুবককে হত্যার ঘটনায় ৭ জনের বিরুদ্ধে মামলা

রাজশাহীতে বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হলো আ.লীগ পরিত্যক্ত কার্যালয়

বগুড়ায় স্ত্রীকে হত্যা করে সেপটিক ট্যাংকে লাশ ফেলে থানায় নিখোঁজের জিডি

রাবিতে আওয়ামীপন্থী ডিনদের পদত্যাগের আলটিমেটাম রাকসুর জিএস আম্মারের