হোম > সারা দেশ > নাটোর

বাড়ির সামনে যুবকের দুই হাত কেটে ফেলে গেল দুর্বৃত্তরা

নাটোর প্রতিনিধি 

নাটোর আধুনিক সদর হাসপাতাল থেকে ইসরাফিলকে রামেকে পাঠানো হয়। ছবি: আজকের পত্রিকা

নাটোরের সিংড়ায় ইসরাফিল (৩১) নামের এক যুবকের দুই হাতের কবজি কেটে বিচ্ছিন্ন করেছে দুর্বৃত্তরা। আজ বৃহস্পতিবার সকাল ৬টার দিকে উপজেলার হাতিয়ান্দহ ইউনিয়নের হাতিয়ান্দহ গ্রামে এ ঘটনা ঘটে। তবে কী কারণে এমন ঘটনা ঘটেছে, তা জানা যায়নি।

ইসরাফিল ওই এলাকার তাইজুল ইসলামের ছেলে, পেশায় রাজমিস্ত্রি। তাঁকে উদ্ধার করে নাটোর আধুনিক সদর হাসপাতালে নেওয়ার পর চিকিৎসকেরা রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেছেন। বর্তমানে ইসরাফিল সেখানে চিকিৎসাধীন রয়েছেন।

সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসমাউল হক জানান, ইসরাফিলের বাবা তাইজুল ইসলাম বহুদিন আগে চাঁপাইনবাবগঞ্জ থেকে সিংড়ার হাতিয়ান্দহ গ্রামে এসে বাড়ি করে বসবাস শুরু করেন। এখানে আসার পর থেকেই তাঁরা বাবা ও ছেলে রাজমিস্ত্রির কাজ করেন। আজ সকালে ইসরাফিল কাজে যাওয়ার জন্য বাড়ির সামনে দাঁড়িয়ে ছিলেন। এ সময় দুর্বৃত্তরা ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ইসরাফিলের দুই হাতের কবজি কেটে বিচ্ছিন্ন করে পালিয়ে যায়। পরে ইসরাফিলের চিৎকারে এলাকাবাসী এগিয়ে গেলে রাস্তার ধারে তাঁর দুই হাত কাটা অবস্থায় পড়ে থাকতে দেখেন। তাঁকে উদ্ধার করে প্রথমে নাটোর সদর হাসপাতাল এবং পরে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

ওসি আরও জানান, খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ। তবে এখন পর্যন্ত এ ঘটনার ব্যাপারে কিছুই জানা যায়নি। ইসরাফিল রামেকে চিকিৎসাধীন থাকায় তাঁর বক্তব্য নেওয়া যায়নি। সে কিছুটা সুস্থ হলে এ বিষয়ে জানতে চাওয়া হবে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে—কারা এই ঘটনা ঘটিয়েছে। তদন্ত করে ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

দুয়ারেই বিষাক্ত ধোঁয়া দম বন্ধ পড়াশোনা

রাজশাহীতে কৃষক লীগ নেত্রী ও আ.লীগ সমর্থক আইনজীবীর মনোনয়নপত্র দাখিল

খালেদা জিয়ার মৃত্যু: শোকে স্তব্ধ বগুড়াবাসী

কম্বল নিয়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, আহত ১৩

শিক্ষক নেটওয়ার্ক বন্ধের আহ্বান জানাচ্ছি: রাকসু জিএস আম্মার

রাজশাহী-৫ আসনে জামায়াতের প্রার্থী পরিবর্তন

রাজশাহী বিশ্ববিদ্যালয়: তহবিলের হিসাব না পেয়ে দৃশ্যত স্থবির রাকসু

রাজশাহীতে র‍্যাবের অভিযানে আগ্নেয়াস্ত্র উদ্ধার

রাজশাহীর চরাঞ্চলে শিয়ালের আতঙ্ক, এক রাতে আক্রান্ত ২০০ গরু

বগুড়ায় বিএনপির মিছিলে হামলার মামলায় শ্রমিক লীগ নেতা গ্রেপ্তার