হোম > সারা দেশ > বগুড়া

ফাঁসির দণ্ড মাথায় নিয়ে ১১ বছর পলাতক পৌর মেয়রের ছেলে, অবশেষে গ্রেপ্তার

বগুড়া প্রতিনিধি

১১ বছর পলাতক থাকার পর বগুড়ার কাহালুতে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি মোহাম্মদ জাকারিয়াকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার কাহালু পৌরসভার উলট্ট মহল্লার নিজ বাড়ি থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। 

গ্রেপ্তার আসামি কাহালু পৌরসভার বিএনপি সমর্থিত মেয়র আব্দুল মান্নান ওরফে ভাটা মান্নানের ছেলে। 

কাহালু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদ হাসান এ তথ্য নিশ্চিত করেছেন। 

ওসি আজকের পত্রিকাকে জানান, ২০১২ সালের ৫ এপ্রিল উপজেলার রুস্তম চাপড় গ্রামের রফিকুল ইসলাম তালুকদারের ছেলে নাইম ইসলামকে স্কুলে যাওয়ার পথে অপহরণ করা হয়। পরে মুক্তিপণ হিসেবে ৫ লাখ টাকা দাবি করা হয়। মুক্তিপণ না পেয়ে নাইমকে দোকানঘরে আটকে শ্বাসরোধ করে হত্যার পর বস্তাবন্দী করে আসামি মোহাম্মদ জাকারিয়ার (৪০) বাবার মালিকানাধীন ইটভাটার আগুনে পুড়িয়ে দেওয়া হয়। 

পরে নাইমের বাবা ওই বছরের ১২ এপ্রিল জাকারিয়াসহ ১০ জনের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেন। ঘটনার পর থেকেই জাকারিয়া পলাতক ছিলেন। এ মামলায় ২০১৭ সালের ২৫ জানুয়ারি আদালত রায় ঘোষণা করেন। এতে জাকারিয়াকে মৃত্যুদণ্ডের আদেশ দেওয়া হয়। 

মাহমুদ হাসান আরও জানান, ‘জাকারিয়া দেশের বিভিন্ন স্থানে আত্মগোপনে ছিলেন। তবে মাঝেমধ্যে বাড়িতে আসা-যাওয়া করতেন বলে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি। গত বুধবার গভীর রাতে জাকারিয়া বাড়িতে আসেন। সংবাদটি নিশ্চিত হয়ে আজ (বৃহস্পতিবার) বাড়ি থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।’ শুক্রবার তাঁকে কারাগারে পাঠানো হবে বলে জানান তিনি।

রাজশাহীতে ওসমান হাদির গায়েবানা জানাজা

প্রথম আলো, ডেইলি স্টারসহ সুশীল সংবাদপত্র অবশ্যই বন্ধ করতে হবে: রাকসু ভিপি

বিএনপির ‘বিদ্রোহী’ প্রার্থীর মনোনয়ন ফরম তুললেন দণ্ডিত আসামি, খুঁজে পায় না পুলিশ

ভেকু দিয়ে যুবককে হত্যার ঘটনায় ৭ জনের বিরুদ্ধে মামলা

রাজশাহীতে বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হলো আ.লীগ পরিত্যক্ত কার্যালয়

বগুড়ায় স্ত্রীকে হত্যা করে সেপটিক ট্যাংকে লাশ ফেলে থানায় নিখোঁজের জিডি

রাবিতে আওয়ামীপন্থী ডিনদের পদত্যাগের আলটিমেটাম রাকসুর জিএস আম্মারের

ঋত্বিক ঘটকের পৈতৃক ভিটা ভাঙচুরের সঙ্গে জড়িতদের শাস্তির দাবি

রাজশাহীতে ভারতীয় সহকারী হাইকমিশন অভিমুখে যাত্রা, পুলিশি বাধায় পণ্ড

আবাদি জমিতে পুকুর খননে বাধা, কৃষককে এক্সকাভেটরের নিচে ফেলে হত্যা