বগুড়া শাজাহানপুর উপজেলার খোট্টাপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল্লাহ আল ফারুখকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২২ মে) বিকেল ৫টার দিকে ইউনিয়ন পরিষদ এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। খোট্টাপাড়া ইউনিয়নের বোহাইল গ্রামের মাহবর রহমানের ছেলে আব্দুল্লাহ আল ফারুখ স্থানীয়দের কাছে ফারুখ চেয়ারম্যান নামেই পরিচিত ছিলেন।
ফারুখ চেয়ারম্যান জেলা আওয়ামী লীগের সদস্য ছিলেন এবং শাজাহানপুর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি। এ ছাড়াও জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আসাদুর রহমান দুলুর ভাগনে আব্দুল্লাহ আল ফারুখ।
সরকারি জমি দখল করে বাজার বসানো, অন্যের আবাদি জমির ভেতর দিয়ে জোর করে রাস্তা নির্মাণ, বিচারের নামে অর্থ হাতিয়ে নেওয়া, সন্ত্রাসী বাহিনী পালাসহ নানা ঘটনায় আওয়ামী লীগ শাসনামলে আতঙ্কের নাম ছিল ফারুখ চেয়ারম্যান।
শাজাহানপুর থানার পরিদর্শক (তদন্ত) মাসুদ করিম আজকের পত্রিকাকে বলেন, ফারুখের বিরুদ্ধে মামলা রয়েছে।