হোম > সারা দেশ > নওগাঁ

মন্ত্রীর নামে প্রভাব বিস্তার, ফেসবুকে ২ প্রার্থীর নির্বাচন বর্জনের ঘোষণা

নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধি 

ফেসবুক লাইভে মন্ত্রীর নামে প্রভাব বিস্তারের অভিযোগ এনে নওগাঁর নিয়ামতপুরে দুই চেয়ারম্যান প্রার্থী নির্বাচন বর্জনের ঘোষণা দিয়েছেন। গতকাল রোববার রাতে তারা নিজ নিজ ফেসবুক আইডি থেকে এ ঘোষণা দেন। 

চেয়ারম্যান প্রার্থীরা হলেন–উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুল কালাম আজাদ (কাপ-পিরিচ) ও সহসভাপতি ইশ্বর চন্দ্র বর্মন (ঘোড়া)। 

ফেসবুক লাইভে তাঁরা জানান–উপজেলা পরিষদ নির্বাচনে একজন প্রার্থী মন্ত্রীর নাম ভাঙিয়ে প্রভাব বিস্তার করছেন। ইউপি চেয়ারম্যানদের ওপর প্রভাব বিস্তার করে নেতা-কর্মীদের জোর পূর্বক নিজের পক্ষে কাজ করাচ্ছেন। কাজ না করলে টিসিবি, ভিজিডি, ভিজিএফ বয়স্ক ও বিধবা ভাতা থেকে তাদের বঞ্চিত করা হবে বলে জানিয়ে তাঁরা নির্বাচন বর্জনের ঘোষণা দেন। 

এ বিষয়ে সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইমতিয়াজ মোরশেদ আজকের পত্রিকাকে বলেন, ‘এখন আর প্রার্থিতা প্রত্যাহারের সুযোগ নেই। ২১ মে ৬ষ্ঠ উপজেলা পরিষদের দ্বিতীয় ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।’ 

এদিকে নিয়ামতপুর উপজেলা পরিষদের নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহিদ হাসান বিপ্লব (হেলিকপ্টার) ও জেলা আওয়ামী লীগের কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক আবেদ হোসেন মিলন (আনারস) নির্বাচন বর্জন করবেন বলে ফেসবুকে একটি চিরকুট ছড়িয়ে পড়ে। তবে এটি গুজব বলে উড়িয়ে দিয়েছেন উভয় প্রার্থীর সমর্থকেরা। শেষ পর্যন্ত তাঁরা নির্বাচনে থাকবেন বলেই বিশ্বাস তাদের।

রাকসুর জিএসকে ‘হত্যার হুমকি’ দিয়ে নিষিদ্ধ ছাত্রলীগ নেতার ফেসবুক পোস্ট

বগুড়ায় ট্রাক-অটোরিকশার সংঘর্ষে চালক নিহত, আহত তিন

গভীর নলকূপ খনন: বরেন্দ্রজুড়ে শত শত মৃত্যুকূপ

শিশু সাজিদের শেষ বিদায়ে হাজারো মানুষের ঢল

আমার একটা কলিজা হারায় ফেলছি, বিচার চাই: সাজিদের বাবা

প্রাথমিকে শতভাগ বই, মাধ্যমিকে এল অর্ধেক

সব চেষ্টা—আকুতি বিফলে, মায়ের কোলে মৃত সাজিদ

শিশু সাজিদ মারা গেছে

শিশু সাজিদকে উদ্ধার, নেওয়া হয়েছে হাসপাতালে

শিশু সাজিদের বাঁচার আশা নেই, বন্ধ করা হয়েছে অক্সিজেন