পাবনায় জাতীয় ইঁদুর নিধন অভিযান-২০২১ পালিত হয়েছে। এ উপলক্ষে বুধবার সকাল ১১টায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ও খাদ্য অধিদপ্তরের আয়োজনে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের হলরুমে একটি সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ সুগার ক্রপ গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক ড. মো. আমজাদ হোসেন। মুখ্য আলোচক হিসেবে বক্তব্য দেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক আব্দুল কাদের। বিশেষ অতিথি ছিলেন পাবনা সংবাদপত্র পরিষদের সভাপতি প্রবীণ সাংবাদিক আব্দুল মতীন খান। সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মামুন।
এ সময় আরও বক্তব্য দেন উপসহকারী প্রকৌশলী আবু সাইদ শিখন, আদর্শ কৃষক বিপ্লব কুমার সেন। অতিরিক্ত উপপরিচালক আব্দুল লতিফের পরিচালনায় উপস্থিত ছিলেন সদর উপজেলার অতিরিক্ত কৃষি অফিসার শামীম আরা। এ সময় উপজেলার প্রায় ৮০ জন কৃষক উপস্থিত ছিলেন।