হোম > সারা দেশ > জয়পুরহাট

হস্তান্তরের আগেই নতুন ভবনে পাঠদান শুরু, দেখা দিয়েছে ফাটল

আক্কেলপুর (জয়পুরহাট) প্রতিনিধি

আনুষ্ঠানিকভাবে হস্তান্তরের আগেই জয়পুরহাটের আক্কেলপুর টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের একটি নবনির্মিত ভবনে পাঠদান শুরু করেছে কলেজ কর্তৃপক্ষ। তারা বলছে, শিক্ষা দপ্তরের নির্দেশেই নবনির্মিত ভবনে গত বছর পাঠদান শুরু করে। তবে ভবনটি নতুন হলেও ভবনের নিচতলা থেকে চতুর্থ তলা পর্যন্ত বেশ কয়েকটি স্থানে ফাটল দেখা দিয়েছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ২০১৮ সালে আক্কেলপুর পৌর শহরের বেলার মাঠে আক্কেলপুর টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের নির্মাণকাজ শুরু হয়। সাড়ে ১৪ কোটি টাকা ব্যয়ে ভবনটি নির্মাণ করা হলেও এখনো তা হস্তান্তর করা হয়নি। এরই মধ্যে ২০২১ সালে প্রতিষ্ঠানটিতে শিক্ষার্থী ভর্তি করে পাঠদান শুরু করা হয়। চলতি বছরেও ওই প্রতিষ্ঠানে শিক্ষার্থী ভর্তি করা হয়েছে। আক্কেলপুর টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের একাডেমিক ভবন পাঁচতলা আর প্রশাসনিক ভবন চারতলার। একাডেমিক ভবন থেকে প্রশাসনিক ভবনের সংযোগস্থলের বেশ কিছু বিমে ফাটল ধরেছে। 

আক্কেলপুর টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজে গিয়ে দেখা গেছে, প্রশাসনিক ভবনের নিচতলা থেকে চতুর্থ তলা পর্যন্ত একই স্থানের বিমে ফাটল ধরেছে। এর মধ্যে তৃতীয় তলায় ফাটলের পরিমাণ কিছুটা বেশি। 

তবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বলছে, ভবনের এসব ফাটলে কোনো ঝুঁকি নেই। 

আক্কেলপুর টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ গৌতম কুমার মণ্ডল বলেন, ‘আনুষ্ঠানিকভাবে ভবনটি হস্তান্তর করার আগেই কর্তৃপক্ষের নির্দেশে আমরা পাঠদান শুরু করেছি। ২০২১ সালে প্রতিষ্ঠানটি চালু করে ওই বছরেই শিক্ষার্থী ভর্তি করা হয়েছে। চলতি বছরেও নতুন শিক্ষার্থী ভর্তি হয়েছে। নিষেধাজ্ঞার কারণে বন্ধ থাকার পর শিক্ষাপ্রতিষ্ঠান আবার খুলেছে।’ 

কলেজের অধ্যক্ষ বলেন, ‘প্রশাসনিক ভবনের প্রথম তলা থেকে চতুর্থ তলা পর্যন্ত একই স্থানের বিমে ফাটল ধরেছে। দিন যতই যাচ্ছে, ফাটলের আকার বাড়ছে। এ কারণে শিক্ষা প্রকৌশল অধিদপ্তরকে বিষয়টি লিখিতভাবে জানানো হয়েছে। এরপর গত বৃহস্পতিবার শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী ভবনটি দেখে গেছেন। তিনি আমাদের জানিয়েছেন, এমন ফাটলে ভয়ের কোনো কারণ নেই।’ 

জয়পুরহাট শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের (ইইডি) নির্বাহী প্রকৌশলী আবু সাঈদ বলেন, ‘আক্কেলপুর টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের নবনির্মিত ভবনটি এখনো হস্তান্তর করা হয়নি। তবে কী কারণে হস্তান্তর হয়নি, এ বিষয়ে আমি কিছু বলতে পারব না। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে প্রতিষ্ঠানটি চালু হয়েছে এবং পাঠদান চলমান রয়েছে। প্রশাসনিক ভবনের নিচতলা থেকে চতুর্থ তলা পর্যন্ত একই স্থানের সংযোগস্থলের বিমে ফাটল ধরেছে। এতে ভবনের কোনো ক্ষতি হবে না। আমরা বিষয়টি শিক্ষা প্রকৌশল অধিদপ্তরে জানাব। তারা পরীক্ষা নিরীক্ষা করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে।’ 

শিশু সাজিদের মৃত্যু: মামলা করবে না পরিবার, ডিসি বললেন মামলা হবে

ব্যবসায়ীর দোকানে হামলা, মারধর করে টাকা লুটের অভিযোগ

স্কুলছাত্রীকে শ্লীলতাহানির মামলায় ছাত্রদল নেতা কারাগারে

বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় সমাবর্তন ২১ ডিসেম্বর

সিরাজগঞ্জে অডিটরিয়ামের ওয়াশরুম থেকে বৃদ্ধের লাশ উদ্ধার

জয়পুরহাটে ট্রাক–ভ্যান সংঘর্ষে নিহত ১

সাজিদের মৃত্যুতে রাষ্ট্রের কাছে ৫ কোটি টাকা ক্ষতিপূরণ দাবি

দুর্গাপুরে বধ্যভূমিতে শহীদদের স্মরণে শ্রদ্ধা ও মোনাজাত

রাকসুর জিএসকে ‘হত্যার হুমকি’ দিয়ে নিষিদ্ধ ছাত্রলীগ নেতার ফেসবুক পোস্ট

বগুড়ায় ট্রাক-অটোরিকশার সংঘর্ষে চালক নিহত, আহত তিন