হোম > সারা দেশ > রাজশাহী

পোশাক নিয়ে আপত্তিকর মন্তব্যের অভিযোগে রাবি শিক্ষককে অব্যাহতি 

রাবি প্রতিনিধি

শিক্ষার্থীদের দাবির মুখে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) আন্তর্জাতিক সম্পর্ক (আইআর) বিভাগের অধ্যাপক আব্দুল্লাহ আল মামুন চৌধুরীকে অব্যাহতি দেওয়া হয়েছে। আজ বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) শেখ সাদ আহমেদ স্বাক্ষরিত চিঠিতে এ তথ্য জানানো হয়। একই সঙ্গে তাঁর বিরুদ্ধে আনা অভিযোগ খতিয়ে দেখতে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। 

চিঠিতে বলা হয়েছে, ‘অধ্যাপক আব্দুল্লাহ আল মামুন চৌধুরীর বিরুদ্ধে বিভাগের শিক্ষার্থীদের অভিযোগের প্রেক্ষিতে গঠিত তদন্ত কমিটির প্রতিবেদন দাখিল এবং এ বিষয়ে সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের সকল প্রকার একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম থেকে তাঁকে অব্যাহতি প্রদান করা হলো।’ 

এ বিষয়ে জানতে চাইলে রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) শেখ সাদ আহমেদ আজকের পত্রিকাকে বলেন, ‘শিক্ষার্থীদের অভিযোগের ভিত্তিতে তাকে একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। এ ছাড়া তার বিরুদ্ধে আনা অভিযোগ খতিয়ে দেখতে চার সদস্যর তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে দ্রুততম সময়ের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।’ 

তিনি বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের অধ্যাপক ইফতিখারুল আলম মাসউদকে কমিটিতে আহ্বায়ক করা হয়েছে। সদস্য হিসেবে আছেন ইংরেজি বিভাগের অধ্যাপক এ এফ এম মাসউদ আখতার, লোক প্রশাসন বিভাগের অধ্যাপক মো. শাফিউল ইসলাম ও আইন বিভাগের অধ্যাপক মোর্শেদুল ইসলাম।’ 

এর আগে গত সোমবার অর্থ কেলেঙ্কারি, নারী শিক্ষার্থীদের পোশাক নিয়ে আপত্তিকর মন্তব্যসহ নানা অভিযোগে অধ্যাপক আব্দুল্লাহ আল মামুন চৌধুরীকে অপসারণে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে ২৪ ঘণ্টা সময় বেঁধে দেন বিভাগের শিক্ষার্থীরা। এরপর গতকাল বুধবার বিভাগের ক্লাস-পরীক্ষা বর্জন করে অফিস ও শ্রেণিকক্ষে তালা ঝুলিয়ে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা।

আন্দোলনের মুখে রাবিতে আওয়ামীপন্থী ছয় ডিনের পদত্যাগ

নিরাপত্তা শঙ্কায় রাবি শিক্ষকের ক্লাস-পরীক্ষা বর্জন

ওসমান হাদি ভোটের রাজনীতিতে বিশ্বাস করতেন: তারেক রহমান

রাবির ৬ ডিনের পদত্যাগ দাবি: ভিসি, প্রো-ভিসির দপ্তরে তালার পর সভা, সিদ্ধান্ত রাতে

শিশু সাজিদের পরিবারকে অনুদান দিল জামায়াত

বগুড়ায় ট্রাকচাপায় কলেজছাত্র নিহত

দুই ধান ব্যবসায়ীর ১০ লাখ টাকা ও কৃষকের তিনটি গরু চুরি

রাবিতে ৬ ডিনের চেম্বারে তালা, দায়িত্ব ছাড়তে রাজি হয়েছেন বলে জানালেন জিএস আম্মার

‘অপারেশন জিরো টলারেন্স ফর ফ্যাসিজম’ কর্মসূচি ঘোষণা রাকসুর জিএস আম্মারের

রাজশাহীতে ওসমান হাদির গায়েবানা জানাজা