বগুড়ার আদমদীঘি উপজেলায় বাড়ির মেইন গেট খুলতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে গৃহবধূ টপি বেগমের (২৮) মৃত্যু হয়েছে। গতকাল সোমবার রাত পৌনে ৮টার দিকে উপজেলার পাইকপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। টুপি বেগম ওই গ্রামের আমিনুল ইসলামের স্ত্রী ও দুই সন্তানের জননী।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ওই বাড়ির বিদ্যুৎ সংযোগের তার মিটার থেকে মেইন গেটের পাশ দিয়ে টানা। সোমবার টপি বেগম বাড়িতে প্রবেশের সময় মেইন গেট খুলতে গেলে তিনি বিদ্যুতায়িত হয়ে ঘটনাস্থলেই মারা যান।
বিদ্যুতায়িত হয়ে গৃহবধূর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে আদমদীঘি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম রেজা বলেন, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।