হোম > সারা দেশ > নাটোর

নাটোরে আ. লীগ-বিএনপি সংঘর্ষে ‘গুলিবিদ্ধ’ ১

নাটোর প্রতিনিধি

নাটোরে আওয়ামী লীগ ও বিএনপির মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। সংঘর্ষে স্থানীয় এক যুবদল নেতা গুলিবিদ্ধ হয়েছেন। তিনি হলেন কাফুরিয়া ইউনিয়ন যুবদলের সিনিয়র সহসভাপতি শরিফুল ইসলাম শরিফ। আজ শনিবার দুপুর ২টায় শহরের উপশহরে একই স্থানে আওয়ামী লীগ ও বিএনপি সভা আহ্বান করে। এর সূত্র ধরে এই সংঘর্ষ সৃষ্টি হয় বলে জানা গেছে। 

সংঘর্ষে গুরুতর আহত হয়েছেন আরও ৫ জন। তাঁরা হলেন যুবদল কর্মী শৈবাল ও রনি ব্যাপারী এবং জেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক শহিদুল ইসলাম বাচ্চু।  

এ ঘটনায় আওয়ামী লীগেরও দুজন কর্মী আহত হয়েছেন। তাঁরা হলেন জেলা যুবলীগ সাধারণ সম্পাদক রুহুল আমিন ও পৌর যুবলীগ আহ্বায়ক সায়েম হোসেন উজ্জ্বল। 

গুরুতর আহত অবস্থায় শরিফকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বাকিদের নাটোর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

জেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক শহিদুল ইসলাম বাচ্চু গুলিবর্ষণের ঘটনার নিন্দা জানিয়ে বলেন, পুলিশ ও আওয়ামী লীগ কর্মীরা শান্তিপূর্ণ সমাবেশে গুলি চালিয়েছে। গুলি চালানোর মতো কোনো উসকানি দেয়নি বিএনপি। 

সরেজমিন দেখা গেছে, শনিবার দুপুর আড়াইটায় পৌর আওয়ামী লীগ নেতৃবৃন্দ দলীয় কার্যালয় থেকে মিছিল নিয়ে শহরের মুসলিম ইনস্টিটিউট পেরিয়ে জেলা বিএনপির কার্যালয়ের দিকে আসতে থাকেন। এ সময় জেলা বিএনপির কার্যালয়ের কাছাকাছি ছাত্রলীগ সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম শাহীনের নেতৃত্বে একটি মিছিল এসে পুলিশি বাধা অতিক্রম করে বিএনপি কার্যালয়ে যায়। তাঁরা বিএনপি কার্যালয় লক্ষ্য করে ইট পাটকেল নিক্ষেপ করে। 

এ সময় বিএনপি কার্যালয়ের ছাদ থেকে পাল্টা ইট পাটকেল নিক্ষেপ করা হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশকে ফাঁকা গুলি ছুড়তে দেখা যায়। তবে পুলিশের পক্ষ থেকে গুলি ছোড়ার বিষয়টি নিশ্চিত করা হয়নি। 

নাটোর থানার অফিসার ইনচার্জ (তদন্ত) আবুল কালাম আজাদ বলেন, পুলিশকে লক্ষ্য করে বিএনপি কর্মীরা ইট পাটকেল নিক্ষেপ করে। এ সময় রাস্তার দুই দিকে চলাচলকারী মানুষেরা জিম্মি হয়ে পড়েন। পরিস্থিতি স্বাভাবিক করতে পুলিশ অ্যাকশনে যায়। এখন পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। 

অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মাহমুদা শারমিন নেলী বলেন, পুলিশ কোনো গুলি ছোড়েনি। তবে কারা গুলি ছুড়েছে তা জানার চেষ্টা করা হচ্ছে।

রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের তিন কর্মকর্তাকে চাকরিচ্যুত

গণভোটের ব্যালটের টিক চিহ্ন মানেই ঠিক: আলী রীয়াজ

ট্রায়াল দেওয়ার নামে গাড়ি নিয়ে লাপাত্তা যুবদল নেতাকে বহিষ্কার

ব্রেনের চিকিৎসা করতেন এইচএসসি পাস নুরুল, ৬ মাসের জেল

দুই সহযোগীসহ ‘চাঁদাবাজ’ চান সওদাগর আটক, দেশীয় অস্ত্র উদ্ধার

লবণের কার্গো ট্রাকে মিলল ১২৬ কেজি গাঁজা

জামায়াতে ইসলামীতে কেউ স্বাধীনতাবিরোধী নয়: মেজর আখতারুজ্জামান

দেশে ১৭ লাখ ৮০ হাজার শিশু শ্রমে নিযুক্ত: সচিব

রাজশাহীতে হেরোইনসহ দম্পতি গ্রেপ্তার

চাঁপাইনবাবগঞ্জে ২ ভারতীয় নাগরিক আটক, বিএসএফের কাছে হস্তান্তর