হোম > সারা দেশ > রাজশাহী

বগুড়ায় ব্যবসায়ীর কবজি ও পায়ের গোড়ালি কেটে নেওয়ার অভিযোগ

বগুড়া প্রতিনিধি

বগুড়ায় পথ রোধ করে এক ব্যবসায়ীর দুই পায়ের গোড়ালি এবং এক হাতের কবজি কেটে নেওয়ার অভিযোগ উঠেছে। আহত ব্যবসায়ীর নাম আশিক সরকার (৪০)। গতকাল সোমবার রাত সাড়ে ১০টার দিকে বগুড়া শহরতলির এরুলিয়া ইউনিয়নের বানদীঘি গ্রামের রাস্তায় এ ঘটনা ঘটে। 

আশিক সরকার বানদীঘি মণ্ডলপাড়া গ্রামের তোফাজ্জল হোসেনের ছেলে। তিনি বিভিন্ন হাটে মৌসুমি মালামাল কেনাবেচা করেন। বগুড়া সদর থানার পরিদর্শক (তদন্ত) শাহিনুজ্জামান এসব তথ্য নিশ্চিত করেছেন। 

শাহিনুজ্জামান বলেন, শাহীন ব্যবসায়িক কাজ শেষে বাড়ি ফিরছিলেন। রাত সাড়ে ১০টার দিকে চার-পাঁচজন সন্ত্রাসী বাড়ির কাছাকাছি রাস্তার ওপর তাঁর পথ রোধ করে। এরপর তাঁকে ধরে রাস্তা থেকে দূরে নিয়ে যায়। সেখানে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে বাঁ হাতের কবজি এবং দুই পায়ের গোড়ালি কেটে নেয়। এরপর তাঁকে ফেলে রেখে পালিয়ে যায়। গ্রামের লোকজন গোঙানির শব্দ পেয়ে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। সেখানে অবস্থার অবনতি হলে রাত সাড়ে ১২টার দিকে ঢাকায় স্থানান্তর করা হয়। 

শাহিনুজ্জামান আরও বলেন, এ ঘটনার সঙ্গে জড়িত কয়েকজনের নাম পাওয়া গেছে। তারা এলাকার চিহ্নিত সন্ত্রাসী। তবে কী কারণে হাত-পা কেটে আহত করা হয়েছে তা জানা যায়নি।

ট্রায়াল দেওয়ার নামে গাড়ি নিয়ে লাপাত্তা যুবদল নেতাকে বহিষ্কার

ব্রেনের চিকিৎসা করতেন এইচএসসি পাস নুরুল, ৬ মাসের জেল

দুই সহযোগীসহ ‘চাঁদাবাজ’ চান সওদাগর আটক, দেশীয় অস্ত্র উদ্ধার

লবণের কার্গো ট্রাকে মিলল ১২৬ কেজি গাঁজা

জামায়াতে ইসলামীতে কেউ স্বাধীনতাবিরোধী নয়: মেজর আখতারুজ্জামান

দেশে ১৭ লাখ ৮০ হাজার শিশু শ্রমে নিযুক্ত: সচিব

রাজশাহীতে হেরোইনসহ দম্পতি গ্রেপ্তার

চাঁপাইনবাবগঞ্জে ২ ভারতীয় নাগরিক আটক, বিএসএফের কাছে হস্তান্তর

প্রক্সির মাধ্যমে ভর্তি হওয়া রাবির তিন শিক্ষার্থীকে বহিষ্কার

সীমান্ত দিয়ে আসা অস্ত্র দেশের নিরাপত্তার জন্য হুমকি: বিজিবির রাজশাহী সেক্টর কমান্ডার