বগুড়ার শিবগঞ্জে বালুবোঝাই ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে একজন নিহত হয়েছেন। আজ মঙ্গলবার সকাল ১০টার দিকে উপজেলার মোকামতলা-সোনাতলা সড়কের দহপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তির নাম-পরিচয় এখনো জানাতে পারেনি পুলিশ।
স্থানীয়দের বরাত দিয়ে মোকামতলা পুলিশ তদন্তকেন্দ্রের সাব ইন্সপেক্টর মনোয়ারুল ইসলাম সবুজ বলেন, মোকামতলাগামী একটি সিএনজিচালিত অটোরিকশা অন্য একটি অটোরিকশার সঙ্গে পাল্লা দিয়ে দ্রুতবেগে যাচ্ছিল। এ সময় সোনাতলাগামী বালুবোঝাই ট্রাকের সঙ্গে সিএনজি অটেরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই এক সিএনজির যাত্রী নিহত হন।
সাব-ইন্সপেক্টর আরও বলেন, নিহত ব্যক্তি ও তাঁর স্বজনেরা ঘটনাস্থলে না থাকায় তাঁদের নাম-পরিচয় জানা সম্ভব হয়নি। ঘাতক ট্রাকটি স্থানীয় জনগণ জব্দ করে রেখেছে।
মোকামতলা পুলিশ তদন্তকেন্দ্রের ইনচার্জ সৈয়দ আলমগীর ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।