হোম > সারা দেশ > রাজশাহী

‘প্রেমিকার’ সামনে বিষপানের পর বুকে ছুরি চালিয়ে যুবকের আত্মহত্যা

রাজশাহী প্রতিনিধি

রাজশাহীতে কথিত প্রেমিকার সামনে কীটনাশক পানের পর বুকে ছুরি চালিয়ে এক যুবক আত্মহত্যা করেছেন বলে জানা গেছে। আজ মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে রাজশাহী নগরীর লক্ষ্মীপুরে এ ঘটনা ঘটে। 
 
নিহত যুবকের নাম বুলবুল আহমেদ (২৬)। রাজশাহীর পুঠিয়া উপজেলার বিড়ালদহ নয়াপাড়া গ্রামে তাঁর বাড়ি। বুলবুল ফার্নিচার ব্যবসায়ী ছিলেন। ঘটনার সময় বুলবুলের প্রেমিকা (২০) ও তাঁর বান্ধবী (২০) উপস্থিত ছিলেন। 
 
পুলিশ সূত্রে জানা গেছে, বুলবুল অবিবাহিত, তবে প্রেমিকা বিবাহিত। তাঁর সন্তানও আছে। তাঁর বাড়ি পুঠিয়া উপজেলায়। জিজ্ঞাসাবাদের জন্য দুই তরুণীকে হেফাজতে নিয়েছে পুলিশ। 
 
পুলিশের হেফাজতে নেওয়ার আগে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ঘটনা সম্পর্কে জানতে চাইলে ওই তরুণী সাংবাদিকদের সামনে কোনো কথা বলতে রাজি হননি। তবে তাঁর বান্ধবী জানিয়েছেন, একটি রেস্তোরাঁয় বুলবুল প্রথমে কীটনাশক পান করেন। এরপর নিজের বুকে ছুরি চালান। তাঁরা তাঁকে রামেক হাসপাতালে নিয়ে আসেন। সেখানে কর্তব্যরত চিকিৎসক বুলবুলকে মৃত ঘোষণা করেন। 
 
ঘটনার পর পুলিশ ওই রেস্তোরাঁয় গিয়ে ক্লোজ সার্কিট (সিসি) ক্যামেরার ফুটেজ দেখেছে। ওই তিনজন রেস্তোরাঁয় বসে আছেন এমন ফুটেজ দেখা গেছে। তবে সিসি ক্যামেরার কিছু অংশের ফুটেজ পাওয়া যায়নি। পুলিশ ক্যামেরার ডিভিআর জব্দ করেছে।

রেস্তোরাঁর মালিক বলেন, তাঁদের সিসি ক্যামেরা ঠিকঠাক মতো সব সময় কাজ করে না। তাই সবকিছু ধারণ হয়নি। ঘটনার সময় তিনি রেস্তোরাঁয় ছিলেন না। কর্মীরা তাঁকে জানিয়েছেন, যুবকের আত্মহত্যার কোনো ঘটনা তাঁরা দেখেননি। বরং, ওই তিনজন খাবার পার্সেল নিয়েছেন এবং বুলবুল বিল পরিশোধ করেছেন।
 
নগরীর রাজপাড়া থানার ওসি মাজহারুল ইসলাম বলেন, দুই তরুণীর বর্ণনা মতে ঘটনাস্থল শহরের একটি রেস্তোরাঁ। পুলিশ বিষয়টি তদন্ত করছে। 

ওসি জানান, রেস্তোরাঁয় বুলবুল শাড়ি, থ্রি-পিস, লকেটসহ আরও কিছু উপহার নিয়ে গিয়েছিলেন। একটা ডায়েরি পাওয়া গেছে। ব্যাগে একটা চিরকুটও পাওয়া গেছে। ‘মানুষের বেঁচে থাকার জন্য যেমন অক্সিজেন দরকার, তেমনি বুলবুলেরও বাঁচার জন্য (তরুণীর নাম) দরকার’- এ ধরনের কথা লেখা আছে। 

ওসি বলেন, এটা হত্যা নাকি আত্মহত্যা তা এখনই নিশ্চিত করে বলতে পারছি না। তবে আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে। অভিমানে এটা হতে পারে। কেন ঘটেছে সেটিও দুই বান্ধবীকে জিজ্ঞাসাবাদের পর বলা যাবে। সে কারণে হাসপাতাল থেকে তাঁদের দুজনকেই পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।

প্রাথমিক তদন্ত শেষে এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান ওসি।

ভেকু দিয়ে যুবককে হত্যার ঘটনায় ৭ জনের বিরুদ্ধে মামলা

রাজশাহীতে বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হলো আ.লীগ পরিত্যক্ত কার্যালয়

বগুড়ায় স্ত্রীকে হত্যা করে সেপটিক ট্যাংকে লাশ ফেলে থানায় নিখোঁজের জিডি

রাবিতে আওয়ামীপন্থী ডিনদের পদত্যাগের আলটিমেটাম রাকসুর জিএস আম্মারের

ঋত্বিক ঘটকের পৈতৃক ভিটা ভাঙচুরের সঙ্গে জড়িতদের শাস্তির দাবি

রাজশাহীতে ভারতীয় সহকারী হাইকমিশন অভিমুখে যাত্রা, পুলিশি বাধায় পণ্ড

আবাদি জমিতে পুকুর খননে বাধা, কৃষককে এক্সকাভেটরের নিচে ফেলে হত্যা

ইউপি সদস্যের কার্যালয়ে আটকে রাখা ব্যক্তির লাশ উদ্ধার, নির্যাতনে মৃত্যুর অভিযোগ

রাজশাহীতে ভারতীয় সহকারী হাইকমিশন অভিমুখে পদযাত্রায় পুলিশের বাধা, সড়ক অবরোধ

বৃক্ষরোপণে বদলে যাচ্ছে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়