হোম > সারা দেশ > রাজশাহী

প্রেমঘটিত কারণে দুই তরুণের দ্বন্দ্ব, মার খেলেন রাবির সমন্বয়ক

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক নুরুল ইসলাম শহীদ। ছবি: সংগৃহীত

রাজশাহীতে ছাত্রাবাসে ঢুকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের এক সমন্বয়ককে লাঠিসোঁটা ও রড দিয়ে এলোপাতাড়ি মারধর করা হয়েছে। রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নিয়ে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন তিনি। আহত সমন্বয়কের নাম নুরুল ইসলাম শহীদ।

নুরুল ইসলাম রাবির ক্রপ সায়েন্স অ্যান্ড টেকনোলজি বিভাগের লেভেল-২–এর দ্বিতীয় সেমিস্টারের শিক্ষার্থী। তাঁর বাড়ি চাঁপাইনবাবগঞ্জ সদরে। চার বছর ধরে তিনি নগরের ষষ্ঠীতলা এলাকার কিউট ছাত্রাবাসে থাকেন।

গতকাল মঙ্গলবার রাত ১০টার দিকে কিউট ছাত্রাবাসে নুরুল ইসলামের ওপর হামলা হয়। তিনি জানান, ২০ থেকে ২৫ জন তাঁকে মারধর করে।

এ ঘটনার প্রতিবাদে আজ বুধবার রাবিতে মানববন্ধন হয়েছে। দুপুর দেড়টায় রাবির প্যারিস রোডে প্রতিবাদ কর্মসূচির আয়োজন করে স্টুডেন্টস রাইটস অ্যাসোসিয়েশন। মানববন্ধনে এ ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানানো হয়।

আহত নুরুল ইসলাম শহীদ জানান, মঙ্গলবার নিজ কক্ষে রাতের খাবার খাচ্ছিলেন। তখন অজ্ঞাত এক ব্যক্তি ছাত্রাবাসে এসে প্রতিটি কক্ষের দরজা ধাক্কা দিয়ে কাউকে খুঁজতে থাকেন। নুরুল ইসলাম খোঁজ নিয়ে জানতে পারেন, বাইরে থেকে এক ব্যক্তি এসে তাঁদের ছাত্রাবাসে লুকিয়েছেন এবং ওই ব্যক্তিকেই খোঁজা হচ্ছে। তখন তিনিও বের হয়ে খুঁজতে শুরু করেন।

এরপর চারতলার রান্নাঘরে শামীম নামের ওই ব্যক্তিকে পান নুরুল। তিনি শামীমকে খুঁজে পেলে, যারা এসেছিলেন তাঁদের ডাকেন। এর মধ্যে ছাত্রাবাসে ঢুকে পড়েন শামীমের পক্ষের প্রায় ২০–২৫ জন। তাঁরা কোনো কিছু না শুনেই সমন্বয়ক নুরুল ইসলাম ও ছাত্রাবাসের মালিক রোকন উদ্দীনকে মারতে শুরু করেন।

সমন্বয়ক নুরুল ইসলাম শহীদ জানান, তাঁকে রড ও লাঠিসোঁটা দিয়ে মারধর করা হয়েছে। বহিরাগতরা চলে গেলে তিনি হাসপাতালে যান। এক্স–রে করে গুরুতর কিছু ধরা না পড়ায় প্রাথমিক চিকিৎসা নিয়ে মেসে ফিরেছেন।

পরিবার ও বড় ভাইদের সঙ্গে আলোচনার পর মামলা করার বিষয়ে সিদ্ধান্ত নেবেন বলে জানান।

নগরের বোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদি মাসুদ জানান, প্রেমঘটিত বিষয় নিয়ে হৃদয় ও মোস্তাক মিল্টন নামের দুই তরুণের দ্বন্দ্ব রয়েছে। রাতে হৃদয় ওই এলাকায় মিল্টনকে ধরে আনেন। সেখানে হৃদয়ের দুলাভাই শামীমও আসেন। খবর পেয়ে মিল্টনের লোকজন তাঁদের ধাওয়া করে। এ সময় ওই ছাত্রাবাসে গিয়ে লুকান শামীম।

ওসি বলেন, পরে শামীমের লোকজন তাঁকে উদ্ধার করতে ছাত্রাবাসে ঢুকে দেখেন, সমন্বয়ক নুরুলের কাছে শামীম। নুরুলই তাঁকে আটকে রেখেছেন, এই ধারণা করে তাঁকে মারধর করা হয়। আসলে এটা ভুল বোঝাবুঝি।

ওসি আরও বলেন, ‘খবর পেয়ে আমরা সমন্বয়ক নুরুলের সঙ্গে যোগাযোগ করেছি। পুলিশ ঘটনাস্থলে গিয়েছিল। নুরুল চাইলে মামলা করতে পারেন। মামলা করলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।’

রাবিতে পদত্যাগী ছয় ডিনের কাজের দায়িত্বে উপাচার্য ও উপ-উপাচার্যদ্বয়

রাবিতে অরাজক পরিস্থিতি সৃষ্টির ষড়যন্ত্র চলছে: ডিনদের পদত্যাগ ইস্যুতে ছাত্রদল

আন্দোলনের মুখে রাবিতে আওয়ামীপন্থী ছয় ডিনের পদত্যাগ

নিরাপত্তা শঙ্কায় রাবি শিক্ষকের ক্লাস-পরীক্ষা বর্জন

ওসমান হাদি ভোটের রাজনীতিতে বিশ্বাস করতেন: তারেক রহমান

রাবির ৬ ডিনের পদত্যাগ দাবি: ভিসি, প্রো-ভিসির দপ্তরে তালার পর সভা, সিদ্ধান্ত রাতে

শিশু সাজিদের পরিবারকে অনুদান দিল জামায়াত

বগুড়ায় ট্রাকচাপায় কলেজছাত্র নিহত

দুই ধান ব্যবসায়ীর ১০ লাখ টাকা ও কৃষকের তিনটি গরু চুরি

রাবিতে ৬ ডিনের চেম্বারে তালা, দায়িত্ব ছাড়তে রাজি হয়েছেন বলে জানালেন জিএস আম্মার