হোম > সারা দেশ > জয়পুরহাট

জয়পুরহাটে মাদক মামলায় একজনের যাবজ্জীবন

জয়পুরহাট প্রতিনিধি

জয়পুরহাটে মাদক মামলায় পলাশ হোসেন (৪৬) নামে একজনকে যাবজ্জীবন দিয়েছে আদালত। আজ সোমবার জয়পুরহাট স্পেশাল ট্রাইব্যুনাল আদালত-৫ এর বিচারক আব্বাস উদ্দিন এ রায় দেন। একই সঙ্গে তাঁকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। 

দণ্ডপ্রাপ্ত ব্যক্তি জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার উত্তর গোপালপুর গ্রামের বাসিন্দা। তিনি জামিন নিয়ে পলাতক রয়েছেন। 

জয়পুরহাট জেলা ও দায়রা জজ আদালতের সরকারি কৌঁসুলি নৃপেন্দ্রনাথ মণ্ডল রায়ের সত্যতা নিশ্চিত করেছেন। 

মামলা সূত্রে জানা গেছে, গত ২০১২ সালের ১৫ মে বিকেলে পলাশ হোসেনের বাড়ির গোপন ঘরে তল্লাশি চালিয়ে ২৩০ বোতল ফেনসিডিল জব্দ করা হয়। এ সময় বিজিবি সদস্যরা তাকে আটক করে। ওই ঘটনায় আটাপাড়া বিওপির হাবিলদার রফিকুল ইসলাম বাদী হয়ে পাঁচবিবি থানায় মামলা দায়ের করেন। 

এরপর আসামি আদালত থেকে জামিন নিয়ে পলিয়ে যান। পরবর্তীতে মামলার তৎকালীন তদন্তকারী কর্মকর্তা এস আই আব্দুল আউয়াল খাঁন বিগত ২০১৩ সালের ৫ জানুয়ারি আদালতে অভিযোগপত্র দাখিল করেন। এরপর দীর্ঘ শুনানি এবং যাবতীয় আইনগত প্রক্রিয়া শেষে আজ সোমবার এ রায় ঘোষণা করেন আদালত। 

মামলায় রাষ্ট্রপক্ষের আইনজীবী ছিলেন নৃপেন্দ্রনাথ মণ্ডল এবং উদয় সিং এপিপি। আর আসামি পক্ষের আইনজীবী ছিলেন শাহনুর রহমান শাহিন।

রাজশাহীতে কৃষক লীগ নেত্রী ও আ.লীগ সমর্থক আইনজীবীর মনোনয়নপত্র দাখিল

খালেদা জিয়ার মৃত্যু: শোকে স্তব্ধ বগুড়াবাসী

কম্বল নিয়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, আহত ১৩

শিক্ষক নেটওয়ার্ক বন্ধের আহ্বান জানাচ্ছি: রাকসু জিএস আম্মার

রাজশাহী-৫ আসনে জামায়াতের প্রার্থী পরিবর্তন

রাজশাহী বিশ্ববিদ্যালয়: তহবিলের হিসাব না পেয়ে দৃশ্যত স্থবির রাকসু

রাজশাহীতে র‍্যাবের অভিযানে আগ্নেয়াস্ত্র উদ্ধার

রাজশাহীর চরাঞ্চলে শিয়ালের আতঙ্ক, এক রাতে আক্রান্ত ২০০ গরু

বগুড়ায় বিএনপির মিছিলে হামলার মামলায় শ্রমিক লীগ নেতা গ্রেপ্তার

ওসমান হাদি হত্যার বিচার দাবিতে রাজশাহীতে শিক্ষার্থীদের অবস্থান