হোম > সারা দেশ > রাজশাহী

হাতুড়ি দিয়ে পিটিয়ে আ.লীগ নেতাকে জখম, আটক ১১

সাঁথিয়া (পাবনা) প্রতিনিধি 

পাবনার সাঁথিয়ায় সাবেক ইউপি চেয়ারম্যান ও আওয়ামী লীগের নেতা হারুন অর রশিদকে হাতুড়ি দিয়ে পিটিয়ে গুরুতর জখম করেছে দুষ্কৃতকারীরা। আহত অবস্থায় তাঁকে উদ্ধার করে সাঁথিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকার পঙ্গু হাসপাতালে পাঠানো হয়েছে। 

আজ শুক্রবার উপজেলার ইছামতী নদীর বটতলা আবুল বাজার এলাকায় এ ঘটনা ঘটে। 

আহত হারুন অর রশিদ উপজেলার নাগডেমরা ইউনিয়ন আওয়ামী লীগের (খ-শাখা) সাধারণ সম্পাদক ও ওই ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান। 

এ ঘটনায় এলাকায় উত্তেজনার সৃষ্টি হলে তাৎক্ষণিক ঘটনাস্থল গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ। এ সময় বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ১৩ জনকে আটক ও পাঁচটি হাঁসুয়া-বাঁশের লাঠি উদ্ধার করা হয়। এ খবর লেখা পর্যন্ত থানায় মামলার প্রস্তুতি চলছে। 
 
জানা যায়, আজ সকাল সাড়ে ৮টার দিকে আওয়ামী লীগের নেতা হারুন অর রশিদ বাড়ি থেকে একটি ভ্যানে করে সোনাতলা বাজারের উদ্দেশে রওনা দেন। পথে ইছামতি নদীর বটতলা আবুল বাজারে পৌঁছামাত্রই দুষ্কৃতকারীরা তাঁকে ভ্যান থেকে নামিয়ে হাতুড়ি দিয়ে পিটিয়ে গুরুতর আহত করে চলে যায়। 

খবর পেয়ে স্বজনেরা ঘটনাস্থলে পৌঁছে তাঁকে উদ্ধার করে সাঁথিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। অবস্থার অবনতি ঘটলে তাঁকে উন্নত চিকিৎসার জন্য ঢাকার পঙ্গু হাসপাতালে প্রেরণ করা হয়।

এ ঘটনায় এলাকায় উত্তেজনা দেখা দিলে পুলিশ তাৎক্ষণিক ঘটনাস্থল গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ সময় বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে পাঁচটি হাঁসুয়া, কিছু বাঁশের লাঠিসহ ১৩ জনকে আটক করে পুলিশ। 

আহত হারুন অর রশিদের ভাই জুয়েল জানান, ‘আমার ভাইকে নাগডেমরা ইউনিয়নের চেয়ারম্যান হাফিজুর রাহমানের লোকজন পিটিয়ে গুরুতর আহত করেছে। এ ঘটনার সুষ্ঠু বিচার চাই।’ 

এ বিষয়ে নাগডেমরা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান হাফিজুর রাহমান বলেন, ‘মারধরের ঘটনার সঙ্গে আমার কোনো সম্পৃক্ততা নেই। মারধরের বিষয়টি আমি জানতাম না, পরে শুনেছি। সাবেক চেয়ারম্যান হারুন অর রশিদ আগামী নির্বাচনে আমাকে প্রতিহত করতে পরিকল্পিতভাবে বিভিন্ন ষড়যন্ত্র করছে এবং তার লোকজন দ্বারা আমার সমর্থকদের বাড়িঘর ভাঙচুর ও লুটপাট করছে।’ 

সাঁথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এ সময় বিভিন্ন স্থানে তল্লাশি চালিয়ে পাঁচটি হাঁসুয়া, কিছু বাঁশের লাঠিসহ ১৩ জনকে আটক করা হয়েছে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

রাবি অফিসার সমিতি নির্বাচন: বিএনপিপন্থীদের নিরঙ্কুশ জয়, জামায়াতপন্থীদের ভরাডুবি

বিএনপিতে বিরোধ: রাজশাহীর ৪টি আসনে কোন্দল প্রকাশ্যে

তিনটি গরুর সঙ্গে মোটরসাইকেলের তেলও নিয়ে গেছে চোরেরা

তারেক রহমানের প্রত্যাবর্তন: বিএনপির নেতা-কর্মীদের বহনে পশ্চিমে চার জোড়া বিশেষ ট্রেন

চোর সন্দেহে মধ্যযুগীয় কায়দায় নির্যাতন: মবের ভুক্তভোগীকে জেল, হাসপাতালে মৃত্যু

কাজ করার পরেও ডিস্টার্ব করতে আসলে ১, ২, ৩, ৪ করে দেব: জিএস আম্মার

‘ছাত্রদল আপনার মতো আম্মারকে ৩০ মিনিটে বের করে দিতে সক্ষম’, ভিডিও ভাইরাল

প্যারোলে মুক্তি পেয়ে বাবার শেষকৃত্যে অংশ নিলেন আওয়ামী লীগ নেতা প্রদ্যুৎ কুমার

রাবিতে পদত্যাগী ছয় ডিনের কাজের দায়িত্বে উপাচার্য ও উপ-উপাচার্যদ্বয়

রাবিতে অরাজক পরিস্থিতি সৃষ্টির ষড়যন্ত্র চলছে: ডিনদের পদত্যাগ ইস্যুতে ছাত্রদল