হোম > সারা দেশ > রাজশাহী

রাজশাহীতে বিএনপি নেতাকে বহিষ্কার, ছাত্রদল নেতাকে শোকজ

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

রাজশাহীতে শৃঙ্খলাভঙ্গের অভিযোগে বিএনপির এক নেতাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। এ ছাড়া ছাত্রদলের এক নেতাকে কেন বহিষ্কার করা হবে না, সে বিষয়ে জবাব চেয়ে শোকজ করা হয়েছে। আজ শনিবার সন্ধ্যায় রাজশাহী নগর বিএনপির এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, শৃঙ্খলাভঙ্গের অনাকাঙ্ক্ষিত অভিযোগের ভিত্তিতে রাজশাহী নগরের মতিহার থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক আবু সাদাৎ মো. সায়েম মিলনকে তাঁর পদসহ সব প্রাথমিক সদস্য পদ থেকে বহিষ্কার করা হয়েছে। তাঁর কোনো অপকর্মের দায় দল নেবে না।

বিএনপির সব পর্যায়ের নেতা-কর্মীদের সায়েমের সঙ্গে সাংগঠনিক সম্পর্ক না রাখার নির্দেশনা দেওয়া হয় বিজ্ঞপ্তিতে।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট) ছাত্রদলের সাবেক আহ্বায়ক আহম্মেদ হোসেন বিরুদ্ধে অনাকাঙ্ক্ষিত অভিযোগ পাওয়ায় দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে কেন তাঁকে বহিষ্কার করা হবে না, তা আগামী সাত কার্যদিবসের মধ্যে রাজশাহী মহানগর বিএনপির কাছে লিখিত আকারে জবাব দিতে নির্দেশ দেওয়া হয়েছে।

রাজশাহী মহানগর বিএনপির আহ্বায়ক এরশাদ আলী ঈশা, সিনিয়র যুগ্ম আহ্বায়ক নজরুল হুদা ও সদস্যসচিব মামুনুর রশীদ মামুন এই সিদ্ধান্ত কার্যকর করেছেন বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

আচরণবিধি লঙ্ঘন: রাজশাহী-১ আসনের বিএনপির প্রার্থীকে আদালতে তলব

রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের তিন কর্মকর্তাকে চাকরিচ্যুত

গণভোটের ব্যালটের টিক চিহ্ন মানেই ঠিক: আলী রীয়াজ

ট্রায়াল দেওয়ার নামে গাড়ি নিয়ে লাপাত্তা যুবদল নেতাকে বহিষ্কার

ব্রেনের চিকিৎসা করতেন এইচএসসি পাস নুরুল, ৬ মাসের জেল

দুই সহযোগীসহ ‘চাঁদাবাজ’ চান সওদাগর আটক, দেশীয় অস্ত্র উদ্ধার

লবণের কার্গো ট্রাকে মিলল ১২৬ কেজি গাঁজা

জামায়াতে ইসলামীতে কেউ স্বাধীনতাবিরোধী নয়: মেজর আখতারুজ্জামান

দেশে ১৭ লাখ ৮০ হাজার শিশু শ্রমে নিযুক্ত: সচিব

রাজশাহীতে হেরোইনসহ দম্পতি গ্রেপ্তার