হোম > সারা দেশ > চাঁপাইনবাবগঞ্জ

সংঘর্ষের পর বিজিবি-বিএসএফ বৈঠক: সীমান্তের ১৫০ গজে কৃষক ছাড়া কেউ যাবে না

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

সোনামসজিদ সীমান্ত ফাঁড়ির সম্মেলনকক্ষে বিজিবি-বিএসএফ বৈঠক। ছবি: আজকের পত্রিকা

সীমান্তে দুই দেশের বাসিন্দাদের সংঘর্ষের চার দিন পর চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) ও বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সেক্টর কমান্ডার পর্যায়ে সৌজন্য বৈঠক হয়েছে। বৈঠকের সিদ্ধান্ত মতে, সীমান্তের ১৫০ গজের ভেতরে কৃষক ছাড়া অন্য কাউকে যেতে দেওয়া হবে না।

আজ বুধবার উপজেলার সোনামসজিদ সীমান্ত ফাঁড়ির সম্মেলনকক্ষে এই বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে বিজিবি প্রতিনিধিদলের নেতৃত্ব দেন ১ বিজিবির রাজশাহীর সেক্টর কমান্ডার কর্নেল মো. ইমরান ইবলে এ রউফ, আর বিএসএফ প্রতিনিধিদলের নেতৃত্ব দেন মালদা সেক্টরের ডিআইজি অরুণ কুমার গৌতম।

এ ছাড়া বৈঠকে বিজিবির চাঁপাইনবাবগঞ্জের ৫৯ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া, ১১৯ বিএসএফ ব্যাটালিয়নের অধিনায়ক সুরজ সিংসহ পদস্থ কর্মকর্তারা অংশ নেন।

৫৯ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া বলেন, সৌহার্দ্যপূর্ণ পরিবেশে প্রায় ঘণ্টাব্যাপী এই বৈঠক হয়। বৈঠকে সীমান্তের সার্বিক পরিস্থিতি নিয়ে আলোচনা হয়। বৈঠকে সার্বিক আলোচনায় কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয়ে সিদ্ধান্ত হয়। এর মধ্যে উল্লেখযোগ্য হলো সীমান্তের ১৫০ গজের ভেতরে বাংলাদেশি ও ভারতীয় কৃষক ছাড়া অন্য কেউ প্রবেশ করবে না।

তিনি আরও বলেন, সীমান্তসংক্রান্ত যেকোনো সমস্যা বিজিবি ও বিএসএফের মধ্যে আলোচনা করে সমন্বিতভাবে সমাধান করা হবে। উভয় দেশের মিডিয়ার মাধ্যমে সীমান্ত সম্পর্কিত কোনো ধরনের অপপ্রচার বা গুজব ছড়ানো যাবে না। এ ছাড়া সীমান্তে অবৈধ অনুপ্রবেশ রোধ ও চোরাচালান বন্ধে যথাযথভাবে দুই বাহিনীর কাজ করার ওপর গুরুত্বারোপ করা হয় বৈঠকে।

এর আগে গত শনিবার চাঁপাইনবাবগঞ্জের চৌকা সীমান্তে গাছ কাটা ও ফসল নষ্ট করা নিয়ে সীমান্তবর্তী দুই দেশের গ্রামবাসী সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে সীমান্ত এলাকার জমির ব্যাপক ফসল নষ্ট হয়। সংঘর্ষে ভারতীয়রা ককটেল, সাউন্ড গ্রেনেড হামলাসহ ব্যাপক ইট-পাথর নিক্ষেপ করে। এতে চার বাংলাদেশি আহত হয়।

এনসিপির রাজশাহী জেলা ও মহানগর কমিটির দ্বন্দ্বের জেরে দুই কমিটিই স্থগিত

নাটোরে আদালত প্রাঙ্গণে দুপক্ষের সংঘর্ষ, আটক ৩

রাকসু জিএস আম্মারের ‘মানসিক চিকিৎসা’র দাবিতে ছাত্রদলের মানববন্ধন

আচরণবিধি লঙ্ঘন: জামায়াতের নায়েবে আমিরকে শোকজ

তারেক রহমানকে অভিনন্দন জানিয়ে টানানো ব্যানার সরিয়ে আম্মারের ভিডিও পোস্ট

দেশকে পাল্টে দিতে গণভোটে ‘হ্যাঁ’ দিতে হবে: স্বাস্থ্য উপদেষ্টা

নির্বাচনে নিরাপত্তা নিশ্চিত করতে ১ লাখ পুলিশকে বিশেষ প্রশিক্ষণ দেওয়া হয়েছে: স্বরাষ্ট্র উপদেষ্টা

রাবিতে ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা শুরু, আসনপ্রতি লড়ছেন ৫৯ পরীক্ষার্থী

ভর্তি পরীক্ষায় বসে বাবাকে প্রশ্নপত্রের ছবি পাঠাতে গিয়ে ধরা

রাবিতে ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত