লালপুর (নাটোর) প্রতিনিধি
নাটোরের লালপুরে এক নারী জোড়া মাথার শিশু প্রসব করেছেন। গতকাল শনিবার সন্ধ্যায় উপজেলার দুয়ারিয়া ইউনিয়নের দুর্গাপুর গ্রামের আছিয়া বেগমের গর্ভে শিশুটি জন্ম নেয়। তবে জন্মের ১০ মিনিটের মধ্যেই শিশুটি মারা যায়।
ওই নারীর স্বামী রবি হোসেন বলেন, নির্ধারিত সময়ের ৫০ দিন আগেই ঈশ্বরদীর একটি ক্লিনিকে তিন পা, চার হাত ও দুই মাথা নিয়ে তাঁদের তৃতীয় সন্তান জন্ম নেয়। কিন্তু জন্মের পরপরই সে মারা যায়।
আলো জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসক মাসুমা আনজুম ডানা বলেন, ‘ভূমিষ্ঠ হওয়ার ১০ মিনিটের মধ্যেই শিশুটি মারা যায়। শিশু মারা গেলেও রোগী সুস্থ আছেন।’