হোম > সারা দেশ > নাটোর

নাটোরে গুলি ছুড়ে ভাইরাল সেই বিএনপি নেতা বাচ্চু গ্রেপ্তার

নাটোর প্রতিনিধি

নাটোরে আওয়ামী লীগ-বিএনপির সংঘর্ষে গুলিবর্ষণের ঘটনায় জেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক শহিদুল ইসলাম বাচ্চুকে গ্রেপ্তার করেছে র‍্যাব। আজ মঙ্গলবার সকালে টাঙ্গাইল থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। দুপুরে র‍্যাব শহিদুল ইসলাম বাচ্চুকে নাটোর থানায় হস্তান্তর করে। এরপর তাঁকে নাটোর আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

নাটোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাছিম আহমেদ আজকের পত্রিকাকে বলেন, ‘১ এপ্রিল সংঘর্ষের পর বাচ্চুর বাড়িতে অভিযান চালানো হয়। বাচ্চু সে সময় বাসায় না থাকলেও তাঁর ব্যবহৃত পিস্তলটি জব্দ করে পুলিশ। পরে তথ্যপ্রযুক্তির সহায়তায় সকালে টাঙ্গাইল থেকে তাঁকে গ্রেপ্তার করে র‍্যাব।’

উল্লেখ্য, গত ১ এপ্রিল নাটোর শহরের আলাইপুরে বিএনপির অবস্থান কর্মসূচি ও পাশেই উপশহর মাঠে আওয়ামী লীগের শান্তি সমাবেশকে ঘিরে উভয় পক্ষ মুখোমুখি অবস্থান নিলে সংঘর্ষ বাধে। ঘণ্টাব্যাপী সংঘর্ষে কয়েকজন আহত হন। এ সময় বিএনপির আহ্বায়ক শহিদুল ইসলাম বাচ্চু ২ রাউন্ড গুলি ছোড়ে। এ ঘটনায় ২ এপ্রিল স্বেচ্ছাসেবক লীগ নেতা আইনজীবী নিওন হোসেন বাদী হয়ে শহিদুল ইসলাম বাচ্চুসহ ২৬ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও দেড় শতাধিক আসামি করে মামলা করেন।

এনসিপির রাজশাহী জেলা ও মহানগর কমিটির দ্বন্দ্বের জেরে দুই কমিটিই স্থগিত

নাটোরে আদালত প্রাঙ্গণে দুপক্ষের সংঘর্ষ, আটক ৩

রাকসু জিএস আম্মারের ‘মানসিক চিকিৎসা’র দাবিতে ছাত্রদলের মানববন্ধন

আচরণবিধি লঙ্ঘন: জামায়াতের নায়েবে আমিরকে শোকজ

তারেক রহমানকে অভিনন্দন জানিয়ে টানানো ব্যানার সরিয়ে আম্মারের ভিডিও পোস্ট

দেশকে পাল্টে দিতে গণভোটে ‘হ্যাঁ’ দিতে হবে: স্বাস্থ্য উপদেষ্টা

নির্বাচনে নিরাপত্তা নিশ্চিত করতে ১ লাখ পুলিশকে বিশেষ প্রশিক্ষণ দেওয়া হয়েছে: স্বরাষ্ট্র উপদেষ্টা

রাবিতে ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা শুরু, আসনপ্রতি লড়ছেন ৫৯ পরীক্ষার্থী

ভর্তি পরীক্ষায় বসে বাবাকে প্রশ্নপত্রের ছবি পাঠাতে গিয়ে ধরা

রাবিতে ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত