রাজশাহীতে বাড়ির মাটি কাটতে গিয়ে শ্রমিকেরা একটি পরিত্যক্ত মর্টার শেল পেয়েছেন। আজ মঙ্গলবার সকালে নগরের মির্জাপুর বউবাজার এলাকায় এটি পাওয়া যায়। পরে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) বোম্ব ডিসপোজাল ইউনিট এটি নিষ্ক্রিয় করে।
পুলিশ জানায়, সকালে একটি নির্মাণাধীন বাড়ির শ্রমিকেরা মাটি কাটার সময় মর্টার শেলটি দেখতে পান। বিষয়টি তাৎক্ষণিকভাবে মির্জাপুর পুলিশ ফাঁড়িকে জানানো হয়। পরে পুলিশের একটি দল গিয়ে শেলটি জব্দ করে। এরপর ফাঁকা মাঠে শেলটি নিয়ে ধ্বংস করে আরএমপির বোম্ব ডিসপোজাল ইউনিট।
নগরের মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মালেক বলেন, শেলটি পুরোনো হলেও তা বিস্ফোরণের জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ ছিল। এটি জব্দ ও ধ্বংসের মাধ্যমে বড় ধরনের দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে।