হোম > সারা দেশ > বগুড়া

বগুড়া রেলস্টেশনে লাইন ভেঙে যাওয়ায় ১২ ঘণ্টা পর সচল 

বগুড়া প্রতিনিধি

বগুড়া রেলস্টেশনের লাইন ভেঙে যাওয়ায় বড় ধরের দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেয়েছে ঢাকাগামী আন্তনগর রংপুর এক্সপ্রেস ট্রেন। আজ বুধবার দুপুর ১২টার দিকে রেললাইন মেরামতের কাজ শেষ হলে ট্রেন চলাচল স্বাভাবিক হয়। এর আগে গতকাল মঙ্গলবার রাত ১২টার দিকে ১ নম্বর লাইন দিয়ে ট্রেনটি বগুড়া রেলস্টেশন ত্যাগ করার সময় রেললাইনটি ভেঙে যায়।

বগুড়া রেলস্টেশনের স্টেশন মাস্টার সাজেদুর রহমান সাজু বলেন, ঢাকাগামী আন্তনগর রংপুর এক্সপ্রেস ট্রেনটি গতকাল রাত ১২টা ৮ মিনিটে ১ নম্বর লাইন দিয়ে বগুড়া রেলস্টেশন ত্যাগ করে। এ সময় স্টেশনের পশ্চিমে ৩২২ / ২ কিলোমিটার এলাকায় রেললাইন দুই ফুট অংশ ভেঙে যায়। গতি কম থাকায় ভেঙে যাওয়া লাইনের ওপর দিয়েই ট্রেনটি পার হয়। তবে, ট্রেনের গতি বেশি থাকলে বড় ধরনের দুর্ঘটনার সম্ভাবনা ছিল।

স্টেশন মাস্টার আরও বলেন, রেললাইন ভেঙে যাওয়ায় ১ নম্বর লাইন দিয়ে ট্রেন চলাচল বন্ধ রাখা হয়েছিল। রাত ১২টার পর থেকে ২ নম্বর লাইন দিয়ে ট্রেন চলাচল করে। পরে আজ দুপুর ১২টার দিকে মেরামত কাজ শেষ হলে সান্তাহার থেকে পঞ্চগড়গামী দোলনচাঁপা এক্সপ্রেস ট্রেনটি ১ নম্বর লাইন দিয়ে বগুড়া স্টেশন ত্যাগ করে।

বগুড়া রেলওয়ের নিরাপত্তা বাহিনীর উপসহকারী পরিদর্শক (এএসআই) শুকুর আলী জানান, গতকাল রাত ১২টা ১০ মিনিটে রেলস্টেশনের বস্তি এলাকার লোকজন রংপুর এক্সপ্রেস ট্রেনটি যাওয়ার সময় বিকট শব্দ শুনতে পান। এ সময় তাঁরা দেখেন রেললাইনের দুই ফুট অংশ ভেঙে গেছে। পরে তাঁরা দ্রুত আমাদের খবর দিলে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি জানানো হয়।

বগুড়ার রেলওয়ের সিনিয়র উপসহকারী প্রকৌশলী (পথ) মাজেদুল ইসলাম বলেন, রেললাইন পুরোনো হওয়ায় স্টেশনের পশ্চিমপাশে লাইন আনুমানিক দুই ফুট ভেঙে যায়। আজ দুপুরে মেরামত কাজ শেষ হয়। বর্তমানে রেললাইনটি ট্রেন চলাচলের উপযোগী।

এনসিপির রাজশাহী জেলা ও মহানগর কমিটির দ্বন্দ্বের জেরে দুই কমিটিই স্থগিত

নাটোরে আদালত প্রাঙ্গণে দুপক্ষের সংঘর্ষ, আটক ৩

রাকসু জিএস আম্মারের ‘মানসিক চিকিৎসা’র দাবিতে ছাত্রদলের মানববন্ধন

আচরণবিধি লঙ্ঘন: জামায়াতের নায়েবে আমিরকে শোকজ

তারেক রহমানকে অভিনন্দন জানিয়ে টানানো ব্যানার সরিয়ে আম্মারের ভিডিও পোস্ট

দেশকে পাল্টে দিতে গণভোটে ‘হ্যাঁ’ দিতে হবে: স্বাস্থ্য উপদেষ্টা

নির্বাচনে নিরাপত্তা নিশ্চিত করতে ১ লাখ পুলিশকে বিশেষ প্রশিক্ষণ দেওয়া হয়েছে: স্বরাষ্ট্র উপদেষ্টা

রাবিতে ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা শুরু, আসনপ্রতি লড়ছেন ৫৯ পরীক্ষার্থী

ভর্তি পরীক্ষায় বসে বাবাকে প্রশ্নপত্রের ছবি পাঠাতে গিয়ে ধরা

রাবিতে ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত