হোম > সারা দেশ > বগুড়া

বগুড়া রেলস্টেশনে লাইন ভেঙে যাওয়ায় ১২ ঘণ্টা পর সচল 

বগুড়া প্রতিনিধি

বগুড়া রেলস্টেশনের লাইন ভেঙে যাওয়ায় বড় ধরের দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেয়েছে ঢাকাগামী আন্তনগর রংপুর এক্সপ্রেস ট্রেন। আজ বুধবার দুপুর ১২টার দিকে রেললাইন মেরামতের কাজ শেষ হলে ট্রেন চলাচল স্বাভাবিক হয়। এর আগে গতকাল মঙ্গলবার রাত ১২টার দিকে ১ নম্বর লাইন দিয়ে ট্রেনটি বগুড়া রেলস্টেশন ত্যাগ করার সময় রেললাইনটি ভেঙে যায়।

বগুড়া রেলস্টেশনের স্টেশন মাস্টার সাজেদুর রহমান সাজু বলেন, ঢাকাগামী আন্তনগর রংপুর এক্সপ্রেস ট্রেনটি গতকাল রাত ১২টা ৮ মিনিটে ১ নম্বর লাইন দিয়ে বগুড়া রেলস্টেশন ত্যাগ করে। এ সময় স্টেশনের পশ্চিমে ৩২২ / ২ কিলোমিটার এলাকায় রেললাইন দুই ফুট অংশ ভেঙে যায়। গতি কম থাকায় ভেঙে যাওয়া লাইনের ওপর দিয়েই ট্রেনটি পার হয়। তবে, ট্রেনের গতি বেশি থাকলে বড় ধরনের দুর্ঘটনার সম্ভাবনা ছিল।

স্টেশন মাস্টার আরও বলেন, রেললাইন ভেঙে যাওয়ায় ১ নম্বর লাইন দিয়ে ট্রেন চলাচল বন্ধ রাখা হয়েছিল। রাত ১২টার পর থেকে ২ নম্বর লাইন দিয়ে ট্রেন চলাচল করে। পরে আজ দুপুর ১২টার দিকে মেরামত কাজ শেষ হলে সান্তাহার থেকে পঞ্চগড়গামী দোলনচাঁপা এক্সপ্রেস ট্রেনটি ১ নম্বর লাইন দিয়ে বগুড়া স্টেশন ত্যাগ করে।

বগুড়া রেলওয়ের নিরাপত্তা বাহিনীর উপসহকারী পরিদর্শক (এএসআই) শুকুর আলী জানান, গতকাল রাত ১২টা ১০ মিনিটে রেলস্টেশনের বস্তি এলাকার লোকজন রংপুর এক্সপ্রেস ট্রেনটি যাওয়ার সময় বিকট শব্দ শুনতে পান। এ সময় তাঁরা দেখেন রেললাইনের দুই ফুট অংশ ভেঙে গেছে। পরে তাঁরা দ্রুত আমাদের খবর দিলে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি জানানো হয়।

বগুড়ার রেলওয়ের সিনিয়র উপসহকারী প্রকৌশলী (পথ) মাজেদুল ইসলাম বলেন, রেললাইন পুরোনো হওয়ায় স্টেশনের পশ্চিমপাশে লাইন আনুমানিক দুই ফুট ভেঙে যায়। আজ দুপুরে মেরামত কাজ শেষ হয়। বর্তমানে রেললাইনটি ট্রেন চলাচলের উপযোগী।

শিক্ষক নেটওয়ার্ক বন্ধের আহ্বান জানাচ্ছি: রাকসু জিএস আম্মার

রাজশাহী-৫ আসনে জামায়াতের প্রার্থী পরিবর্তন

রাজশাহী বিশ্ববিদ্যালয়: তহবিলের হিসাব না পেয়ে দৃশ্যত স্থবির রাকসু

রাজশাহীতে র‍্যাবের অভিযানে আগ্নেয়াস্ত্র উদ্ধার

রাজশাহীর চরাঞ্চলে শিয়ালের আতঙ্ক, এক রাতে আক্রান্ত ২০০ গরু

বগুড়ায় বিএনপির মিছিলে হামলার মামলায় শ্রমিক লীগ নেতা গ্রেপ্তার

ওসমান হাদি হত্যার বিচার দাবিতে রাজশাহীতে শিক্ষার্থীদের অবস্থান

সিরাজগঞ্জে লাশবাহী গাড়ির সঙ্গে সিমেন্টবোঝাই ট্রাকের সংঘর্ষ, আহত ২

যুবকের হাত-পা কেটে দেওয়ার অভিযোগ জামায়াত-শিবিরের কর্মীদের বিরুদ্ধে

চিড়িয়াখানা ফাঁকা করে আবার প্রাণ ফেরানোর চেষ্টায় রাসিক