হোম > সারা দেশ > বগুড়া

যারা ক্ষমতায় যেতে চায়, হাসিনার পরিণতি থেকে তাদের শিক্ষা নিতে হবে: মান্না

শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধি 

শিবগঞ্জে দলের সমাবেশে মাহমুদুর রহমান মান্না। ছবি: আজকের পত্রিকা

গণতন্ত্র মঞ্চের শীর্ষ নেতা ও নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেছেন, ‘ফ্যাসিস্ট শেখ হাসিনা এখন ভিক্ষুকের মতো মোদির পায়ে গিয়ে পড়েছে। আর কোথাও আশ্রয় পাচ্ছে না। দেশেও ফিরতে পারছে না। যারা ভবিষ্যতে ক্ষমতায় যেতে চায় তাদের বলি, শেখ হাসিনার পরিণতি থেকে শিক্ষা নিতে হবে।’

আজ শুক্রবার বগুড়ার শিবগঞ্জ উপজেলার মাঝিহট্ট ইউনিয়নের চালুঞ্জা কালিতলা উচ্চবিদ্যালয় মাঠে আয়োজিত বিজয় সমাবেশে মাহমুদুর রহমান মান্না এসব কথা বলেন।

পুলিশ বাহিনী সম্পর্কে মান্না বলেন, পুলিশ জিডি নেয় না। তদন্ত করতে বললে তদন্ত করে না। ওই শেখ হাসিনার আমলে জনগণের ওপর অত্যাচার করেছে। মানুষ ক্ষিপ্ত হয়ে পুলিশকে রাস্তায় ফেলে পিটিয়েছে। মারার পর লাশ গাছে টাঙিয়ে রেখেছে। তারা যত অত্যাচার করেছে, জনগণের রাগ শেষ পর্যন্ত থামাতে পারেনি। বর্তমান সরকার বলেছে, যেই পুলিশ অন্যায়ভাবে গুলি চালিয়েছে তাদের শাস্তি হবে।

মাহমুদুর রহমান মান্না বলেন, বর্তমান সরকারপ্রধান ড. ইউনূস বলেছেন, ‘বিদেশে পাচার করা ২৫ লাখ কোটি টাকা ফেরত আনা হবে। আমাদের দাবি, যদি ওই টাকা ফেরত আনা হয়, তাহলে সেটা গরিবের কল্যাণে ব্যয় করতে হবে।’

নাগরিক ঐক্যের সভাপতি বলেন, ‘আমরা শেখ হাসিনার আমলের মতো নির্বাচন চাই না। যারা ক্ষমতায় আছে, তারা বলেছে, আগামী বছরের মধ্য হয়তো সুন্দর ভোট দিতে পারবে। আমরা সেই আশাই করছি।’

ট্রায়াল দেওয়ার নামে গাড়ি নিয়ে লাপাত্তা যুবদল নেতাকে বহিষ্কার

ব্রেনের চিকিৎসা করতেন এইচএসসি পাস নুরুল, ৬ মাসের জেল

দুই সহযোগীসহ ‘চাঁদাবাজ’ চান সওদাগর আটক, দেশীয় অস্ত্র উদ্ধার

লবণের কার্গো ট্রাকে মিলল ১২৬ কেজি গাঁজা

জামায়াতে ইসলামীতে কেউ স্বাধীনতাবিরোধী নয়: মেজর আখতারুজ্জামান

দেশে ১৭ লাখ ৮০ হাজার শিশু শ্রমে নিযুক্ত: সচিব

রাজশাহীতে হেরোইনসহ দম্পতি গ্রেপ্তার

চাঁপাইনবাবগঞ্জে ২ ভারতীয় নাগরিক আটক, বিএসএফের কাছে হস্তান্তর

প্রক্সির মাধ্যমে ভর্তি হওয়া রাবির তিন শিক্ষার্থীকে বহিষ্কার

সীমান্ত দিয়ে আসা অস্ত্র দেশের নিরাপত্তার জন্য হুমকি: বিজিবির রাজশাহী সেক্টর কমান্ডার