হোম > সারা দেশ > বগুড়া

আর্থিক সহায়তার কথা বলে হাসপাতাল থেকে নবজাতক চুরি

বগুড়া প্রতিনিধি

বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতাল থেকে চার দিনের এক নবজাতক চুরি হয়েছে। আজ বুধবার দুপুরে গাইনি বিভাগে এ ঘটনা ঘটে।

চুরি হওয়া নবজাতকের মা ইতি বেগম জানান, গত শনিবার তিনি প্রসব ব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি হন। পরদিন সকালে ছেলে সন্তান প্রসব করেন। ইতি বেগম বগুড়া সদরের বানদিঘী গ্রামের সৈকত হোসেনের স্ত্রী।

ইতি বেগম বলেন, ‘বুধবার দুপুরে এক নারী বলেন ছেলে সন্তান জন্মগ্রহণ করায় সরকার ৫ হাজার টাকা অনুদান দেবে। এ জন্য সন্তানকে নিয়ে নিচে হাসপাতালের বহির্বিভাগে যেতে হবে। আমার বড় বোন রোজিনা বাচ্চাসহ ওই নারীর সঙ্গে নিচতলায় যান। সেখানে আমার বড় বোনকে কিছু কাগজ ফটোকপি করতে দিয়ে ওই নারী বাচ্চা কোলে নিয়ে থাকেন। কাগজ ফটোকপি করে রোজিনা ফিরে এসে দেখেন ওই নারী বাচ্চা নিয়ে পালিয়ে গেছেন।’

শজিমেক হাসপাতালের উপপরিচালক ডা. আব্দুল ওয়াদুদ বলেন, আমরা পুলিশকে বিষয়টি জানিয়েছি। পুলিশ অনুসন্ধান শুরু করেছে। প্রতারক চক্র  আর্থিক সহায়তার কথা বলে শিশুটিকে চুরি করেছে। সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বিষয়টি দেখা হচ্ছে।

রাজশাহীতে ওসমান হাদির গায়েবানা জানাজা

প্রথম আলো, ডেইলি স্টারসহ সুশীল সংবাদপত্র অবশ্যই বন্ধ করতে হবে: রাকসু ভিপি

বিএনপির ‘বিদ্রোহী’ প্রার্থীর মনোনয়ন ফরম তুললেন দণ্ডিত আসামি, খুঁজে পায় না পুলিশ

ভেকু দিয়ে যুবককে হত্যার ঘটনায় ৭ জনের বিরুদ্ধে মামলা

রাজশাহীতে বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হলো আ.লীগ পরিত্যক্ত কার্যালয়

বগুড়ায় স্ত্রীকে হত্যা করে সেপটিক ট্যাংকে লাশ ফেলে থানায় নিখোঁজের জিডি

রাবিতে আওয়ামীপন্থী ডিনদের পদত্যাগের আলটিমেটাম রাকসুর জিএস আম্মারের

ঋত্বিক ঘটকের পৈতৃক ভিটা ভাঙচুরের সঙ্গে জড়িতদের শাস্তির দাবি

রাজশাহীতে ভারতীয় সহকারী হাইকমিশন অভিমুখে যাত্রা, পুলিশি বাধায় পণ্ড

আবাদি জমিতে পুকুর খননে বাধা, কৃষককে এক্সকাভেটরের নিচে ফেলে হত্যা