হোম > সারা দেশ > নাটোর

দাসপাড়ায় ঢুলিদের উৎসবের আমেজ

 লালপুর (নাটোর) প্রতিনিধি

আসন্ন দুর্গাপূজাকে স্বাগত জানাতে দাসপাড়ায় ঢুলিরা ব্যস্ত সময় কাটাচ্ছেন। সুনীল চন্দ্র দাস (৬৫) একজন পেশাদার ঢাকি। ঢাক-ঢোল মেরামতের মিস্ত্রিও তিনি। দুর্গাপূজা উপলক্ষে ঢাক-ঢোল মেরামতে ব্যস্ত সময় পার করছেন। বাপ-দাদা বংশ পরম্পরায় প্রায় দুইশ বছর ধরে এ পেশায় জড়িত।

জানা যায়, এ বছর নাটোরের লালপুরের রায়পুর দাসপাড়ার (ঢুলিপাড়া) ২১ জন ও আটঘরিয়া দক্ষিণ দাসপাড়ার ৯ জন ঢাকি বিভিন্ন পূজা মণ্ডপে ঢাক বাজানোর চুক্তি নিয়েছেন।

গতকাল সোমবার সরেজমিনে রায়পুর দাসপাড়ায় গিয়ে দেখা যায়, সুনীল চন্দ্র দাস ঢাক মেরামতের জন্য বাঁশের বাতা তৈরি করছেন। ঢাকিরা ঢাক-ঢোল বাজিয়ে পরীক্ষা করছেন। গ্রামের নারী-শিশু, বয়োবৃদ্ধ সবাই বাজনা উপভোগ করছেন। তাই পুরো পাড়া জুড়ে বিরাজ করছে উৎসবের আমেজ। এবারের পূজায় এ পাড়ার ২১ জন ঢুলি বিভিন্ন দুর্গা মণ্ডপে ডাক পেয়েছেন। প্রতি মণ্ডপে দুজন করে পূজার পাঁচ দিনে ১০ থেকে ১২ হাজার টাকার চুক্তিতে ঢাক বাজাবেন।

এ বিষয়ে খগেন চন্দ্র দাস (৭৫) বলেন, 'বাপ-দাদারা বংশ পরম্পরায় প্রায় দুইশ বছর ধরে এ পেশায় জড়িত। এখন পূজা ছাড়াও বিয়েতে ৩-৪ দিনের জন্য পাঁচ জনের দল ১০ থেকে ১৫ হাজার টাকা চুক্তিতে ঢাক বাজান। অন্য সময়ে তারা মুচি, দিনমজুর, কৃষি কাজ, রাজমিস্ত্রি কাজে যুক্ত থেকে সংসার চালান।

এ বিষয়ে ঢুলিপাড়ার দলনেতা অজিত চন্দ্র দাস (৪২) বলেন, 'একটি ছোট ঢাকের দাম ৪ হাজার টাকা, বড় ঢাক কাঠের তৈরি ১৪ হাজার আর টিনের তৈরি ৫ হাজার টাকা। বিয়ে ও অন্যান্য অনুষ্ঠানের জন্য প্রতিটি ঢোল ৮ হাজার টাকা, কর্নেট বাঁশি সাধারণত ১১ হাজার টাকা (তাইওয়ান ২৫ হাজার টাকা), সাইড ড্রাম ৪ হাজার টাকা, ঝুমকা ৫০০ টাকা, ঝাঁঝ আড়াই হাজার টাকার যন্ত্রপাতি লাগে। তিনি বলেন, এ সব যন্ত্র একা কেনার সামর্থ্য নেই। এত টাকা পাব কোথায়?

উপজেলার ওয়ালিয়া ইউনিয়নের বড়াইগ্রাম সীমানায় অবস্থিত আটঘরিয়া দক্ষিণ দাসপাড়া। সেখানেও দেখা যায়, ঢাক মেরামতে সময় পার করছেন ঢুলিরা। পূজায় এ পাড়ার নয় জন ঢাকি বিভিন্ন মণ্ডপে ঢাক বাজাবেন।

এ বিষয়ে উপজেলা পূজা উদ্‌যাপন পরিষদের সাধারণ সম্পাদক স্বপন কুমার পাল বলেন, 'স্বাস্থ্যবিধি মেনে এ বছর লালপুরে ৪২টি মন্দিরে দুর্গা পূজার উদ্‌যাপিত হবে। পূজা শুরু আগামী ১১ অক্টোবর, আর প্রতিমা বিসর্জন ১৫ অক্টোবর।'

নাটোর জেলা প্রশাসক (ডিসি) শামীম আহমেদ বলেন, 'জেলায় ৩৮৩টি মণ্ডপে উৎসবমুখর পরিবেশে সুষ্ঠুভাবে দুর্গোৎসব সম্পন্ন করতে প্রশাসন ও আইন-শৃঙ্খলা বাহিনী সমন্বিতভাবে দায়িত্ব পালন করবে।'

রাবি অফিসার সমিতি নির্বাচন: বিএনপিপন্থীদের নিরঙ্কুশ জয়, জামায়াতপন্থীদের ভরাডুবি

বিএনপিতে বিরোধ: রাজশাহীর ৪টি আসনে কোন্দল প্রকাশ্যে

তিনটি গরুর সঙ্গে মোটরসাইকেলের তেলও নিয়ে গেছে চোরেরা

তারেক রহমানের প্রত্যাবর্তন: বিএনপির নেতা-কর্মীদের বহনে পশ্চিমে চার জোড়া বিশেষ ট্রেন

চোর সন্দেহে মধ্যযুগীয় কায়দায় নির্যাতন: মবের ভুক্তভোগীকে জেল, হাসপাতালে মৃত্যু

কাজ করার পরেও ডিস্টার্ব করতে আসলে ১, ২, ৩, ৪ করে দেব: জিএস আম্মার

‘ছাত্রদল আপনার মতো আম্মারকে ৩০ মিনিটে বের করে দিতে সক্ষম’, ভিডিও ভাইরাল

প্যারোলে মুক্তি পেয়ে বাবার শেষকৃত্যে অংশ নিলেন আওয়ামী লীগ নেতা প্রদ্যুৎ কুমার

রাবিতে পদত্যাগী ছয় ডিনের কাজের দায়িত্বে উপাচার্য ও উপ-উপাচার্যদ্বয়

রাবিতে অরাজক পরিস্থিতি সৃষ্টির ষড়যন্ত্র চলছে: ডিনদের পদত্যাগ ইস্যুতে ছাত্রদল