হোম > সারা দেশ > রাজশাহী

সাড়ে ৫ মাসেও সন্ধান মেলেনি বাঘার গার্মেন্টসকর্মী রনকের

বাঘা (রাজশাহী) প্রতিনিধি  

নিখোঁজ গার্মেন্টসকর্মী রনক হোসেন। ছবি: সংগৃহীত

সাড়ে ৫ মাস ধরে নিখোঁজ রয়েছেন রাজশাহীর বাঘার রনক হোসেন নামের এক গার্মেন্টসকর্মী। তিনি নারায়ণগঞ্জের রূপগঞ্জ এলাকা থেকে নিখোঁজ হন। রনক হোসেন (২১) উপজেলার আড়ানী পৌরসভার মৃত ইয়ার আলী সরদারের ছেলে।

জানা গেছে, রনক হোসেন দীর্ঘদিন ধরে রূপগঞ্জ থানার ফকিরা গার্মেন্টসে কর্মরত ছিলেন। তিনি ১০ জুন সন্ধ্যা ৭টার দিকে গার্মেন্টস ছুটি হলেও বাড়ি ফেরেনি। বিভিন্ন স্থানে খোঁজ করে না পেয়ে ঘটনার চার দিন পর ১৪ জুন রূপগঞ্জ থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন তাঁর ভাই।

রনক হোসেনের মা চম্পা বেগম বলেন, আমার সন্তান সুস্থ ও শান্ত মেজাজের। সকালে বাড়ি থেকে নাশতা করে গার্মেন্টসে কাজে যায়। সন্ধ্যায় গার্মেন্টস ছুটির পর ওই দিন থেকে আর বাড়ি ফেরেনি। তিনি ছেলের সন্ধান চেয়েছেন।

চম্পা বেগম জানান, তার উচ্চতা ৫ ফুট ৪ ইঞ্চি, গায়ের রং শ্যামলা, মুখ গোল। পরনে গায়ে কালো চেক শার্ট ও জিনসের প্যান্ট ছিল।

আড়ানী পৌরসভার ২ নম্বর গোচর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর জিল্লুর রহমান বলেন, রনক হোসেন নিখোঁজ হয়েছে। তার সন্ধান চালানো হচ্ছে।

রূপগঞ্জ থানার সহকারী পরিদর্শক (এসআই) বিলায়েত হোসেন বলেন, এ বিষয়ে একটি সাধারণ ডায়েরি হয়েছে। তাকে উদ্ধারের জন্য বিভিন্ন থানায় ম্যাসেজ দেওয়া হয়েছে।

মান্নাকে ৩৮ কোটি টাকা খেলাপি ঋণ পরিশোধে ‘কলব্যাক নোটিশ’

৬৭ বছর পর রামেক হাসপাতালে মানসিক রোগীদের জন্য পূর্ণাঙ্গ ওয়ার্ড

মৎস্যজীবী পরিচয়ে পুকুর ইজারা যুবলীগ নেতার

সেলিম রেজার মনোনয়নে কনকচাঁপার ‘আলহামদুলিল্লাহ’

কণ্ঠশিল্পী কনকচাঁপা বাদ, বিএনপির মনোনয়ন পেলেন সেলিম

ঈশ্বরদীর মা কুকুরকে দেওয়া হলো দুই ছানা

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ৩ শিক্ষককে বরখাস্ত, পাঁচ শিক্ষার্থীকে বহিষ্কার

রাজশাহীতে ট্রাকচাপায় শিশু নিহত, মহাসড়ক অবরোধ

রাজশাহীর রাজবাড়ি ভাঙার কাজ বন্ধ করল প্রশাসন

সাংবাদিকদের তালাবদ্ধ রাখার হুমকি দেওয়া যুবশক্তির দুই নেতাকে অব্যাহতি